আসসালামু 'আলাইকুম, বেশ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রশ্নটি করছি।
আমি মাঝে মাঝেই মৃত মানুষদের (মৃত পিতা, মাতা, শ্বশুড়) স্বপ্ন দেখতাম। দুদিন ধরে খুব অগোছালো স্বপ্ন দেখছি।
প্রথম দিনের স্বপ্ন:
দেখলাম মা জীবিত, কথাও বলেছি। হঠাৎ মা মারা গেছে, সেই খবর পেয়ে লাশ দেখার জন্য কাঁদছি। লাশ খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখি, আমার বড় মেয়ে (23 বছর, অবিবাহিত, হোস্টেলে থেকে পড়াশোনা করছে) আমার মায়ের লাশটাকে বস্তায় মুড়ে তার কিছু ছেলে বন্ধুর সাথে হেঁটে হেঁটে কোথায় চলে যাচ্ছে। পেছন থেকে ডাকছি, শুনছেই না, গল্প হাসির তালে।
পরদিনের স্বপ্ন:
দেখি শ্বশুর আব্বা (মৃত) গরু চরাচ্ছেন। আমি দৌড়ে গিয়ে উনাকে বললাম, "আব্বা, আমি স্বপ্নে বাবাকে (আমার পিতা) মারা যেতে দেখলাম, কিন্তু উনি তো প্রায় ত্রিশ বছর আগেই মারা গেছেন"
উত্তরে আমার শ্বশুরআব্বা (মৃত) বললেন, "তুমি কিছু একটা করে ফেলো (উনাদের জন্য কোনো দান বা এমন কিছু বোঝালেন কিনা)" বলে চলে গেলেন।
এসব স্বপ্ন দেখে আমি খুবই অস্থির হয়ে গেছি। কী দেখছি এসব স্বপ্নে...
দয়া করে জানান-
১) কেন বাবা মা শ্বশুর উনাদের এভাবে দেখলাম? এখন কী করব? (আমার শ্বাশুড়ী জীবিত আলহামদুলিল্লাহ, উনাকে দেখিনি)
২) আর বড় মেয়েটাকে নিয়েই বা কেন এমন দেখলাম?
(বড় মেয়েটা একটু জেদী, দ্রুত রেগে যায়, আমাদের কথাও খুব একটা শুনতে চায় না)
৩) আমি এই স্বপ্নের কথা ছোট মেয়েকে বলেছি। এতে ওর বা আমাদের কোনো সমস্যা হবে না তো?