আসসালামু আলাইকুম।
কোনো দুয়া মন থেকে না বললেও কি কবুল হওয়ার সম্ভাবনা আছে?
স্বামী স্ত্রী দুজনেই একজন অপরজনের হুর নিয়ে হিংসা করতে করতে এক পর্যায়ে স্বামী দুনিয়ার কোনো নির্দিষ্ট নারীকে জান্নাতে পাওয়ার কথা বললে, স্ত্রী কষ্ট পেয়ে যদি বলে, আমার অন্য কোনো নেককার পুরুষের সাথে বিয়ে হয়ে যাক। আর তুমি জান্নাতে যে মেয়ের সাথে থাকবে বললা তার সাথে তোমার দুনিয়াতে মিলন হোক এবং জান্নাতেও মিলন হোক।
কিন্তু স্ত্রী এটা খুবই কষ্টে বলেছে, প্রথমবার মন থেকে বললেও ( সেভাবে বলেনি) বলার পরে এই দুয়া যেন কবুল না হয় তাও আল্লহ কে বলেছে। দুয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে কি?
বি:দ্র: স্ত্রীর বেশিরভাগ দুয়াই কবুল হয়ে যায় । তাই একটু ভয়ে আছে।