জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
পরীক্ষায় নকল করা এটি ধোকার শামিল,বিধায় তাহা জায়েজ নেই।
হাদিস শরীফে এসেছে
আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত: রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করবে, সে আমাদের দলভুক্ত নয়; আর যে ব্যক্তি আমাদের ধোঁকা দেবে সেও আমাদের দলভুক্ত নয়। (সহিহ মুসলিম, হাদিস নং ২৯৪)
ইবনে মাসউদের (রা.) হাদিসটি যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন: যে ব্যক্তি আমাদের ধোঁকা দেয়, সে আমাদের অন্তর্ভুক্ত নয় এবং ষড়যন্ত্রকারী ও প্রতারক জাহান্নামে যাবে না। এবং আবু বকর সিদ্দিক রা. থেকে বর্ণিত ‘অভিশপ্ত সে যে কোনো মুসলমানের ক্ষতি করে বা তার সঙ্গে ষড়যন্ত্র করে।’ তিরমিজি বর্ণনা করেছেন। (জামিউল উলুম ওয়াল হিকামি: ৯/৩৫)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে নকলকারী ব্যাক্তি
এই সার্টিফিকেট ব্যবহার করে ভার্সিটিতে ভর্তি হলে সে গুনাহগার হবে।
বান্দার হকও নষ্ট হবে।
তার কবিরা গুনাহ হবে।
,
বিস্তারিত জানুনঃ-
(২.৩)
সে যেহেতু পূর্ণ নকল করে পাশ করেছে,তাই সে কোথাও ভর্তি হলে, গুনাহগার হবে।
(০৪)
এক্ষেত্রে নাপাকি শক্ত হলে সর্বাবস্থায় ডলে মলে ধোয়া আবশ্যক, নতুবা পাক হবেনা।
আর নাপাকি তরল হলে তাহা শুকিয়ে গিয়ে থাকলে এক্ষেত্রে ডলে না ধোয়ার দরুন সেই বস্তুটি পাক হবেনা।
আর তরল নাপাকি শুকিয়ে না গেলে থাকলে সেক্ষেত্রে ভালোভাবে পানি দিলে নাপাকি চলে যাওয়া সম্পর্কে প্রবল ধারণা হলে সেই বস্তু পাক বলে বিবেচিত হবে।
(০৫)
আপনি অপেক্ষা করতে থাকবেন।
যখন সাদা স্রাব আসবেনা,তখন নামাজ আদায় করে নিবেন।
নামাজের জন্য আলাদা পবিত্র পায়জামা পরিধান করবেন।
(০৬)
এক্ষেত্রে কাপড়ে এক দিরহামের বেশি লেগে গিয়েছে বলে ধরে নিবেন।
উল্লেখ্য যে সাদা স্রাব বের হলেই অযু ভেঙ্গে যাবে,চাই এক দিরহাম থেকেও কম হউক না কেনো।
(০৭)
হ্যাঁ, আপনি ধরে নিবেন যে পানি যতটুকু ছড়াবে নাপাকও ততটুকু ছড়াবে।
(০৮)
এতে অযু ভেঙ্গে যাবেনা।
তবে শরীরের ভিতর থেকে নাপাকি বের হলে অযু ভেঙ্গে যাবে।
তাই অযু করার আগেই লজ্জাস্থানের ভিতরের অংশ ধোয়ার পরামর্শ থাকবে।