মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢]
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}
হাদীস শরীফে এসেছেঃ-
وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا
মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ-
"বিজ্ঞানের লাইভ কোর্সে ১৭ জন টিচারের মধ্যে ৩ জন শিক্ষিকা। আর শিক্ষার্থীরা কোর্স কিনার আগে ওয়েবসাইটে দেখে নিতে পারবে কোর্সে কোন কোন টিচার পড়াবে, টিচারের ছবি ও সংক্ষিপ্ত তথ্যসহ"
তার মানে শিক্ষার্থীরা কোর্স ক্রয়ের আগে নিজেই চয়েস করে নিতে পারবে যে সে আসলে শিক্ষকের কোর্স ক্রয় করবে নাকি শিক্ষিকার কোর্স ক্রয় করবে?
এক্ষেত্রে বালেগ শিক্ষার্থীরা উক্ত শিক্ষিকার কোর্স ক্রয় করলে এর সহযোগিতা স্বরুপ গুনাহ আপনারও হবে।
সুতরাং ফতোয়া আগেরটাই থাকবে,তাহা হলোঃ-
এক্ষেত্রে যেহেতু বেপর্দা শিক্ষিকাদের ভিডিও থাকবে,তাই কেহ যদি এসব পেইড কোর্সের অ্যাফেলিয়েট মার্কেটিং করে আয় করে, তাহলে তা তার জন্য সম্পূর্ণভাবে হালাল হবেনা।
শুধু মাত্র পুরুষ শিক্ষকদের পেইড কোর্সের অ্যাফেলিয়েট মার্কেটিং করে যতটাকা আয় হয়েছে,সেটি হালাল হবে।
অন্যথায় মহিলা শিক্ষিকাদের পেইড কোর্সের অ্যাফেলিয়েট মার্কেটিং করে যতটাকা আয় হয়েছে,সেটি হারাম হবে।