আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
112 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (52 points)

আসসালামু আলাইকুম হুজুর, 
 

পূর্বে এ https://ifatwa.info/85555/  ফতোয়ায় আমি মনে করেছিলাম টেন মিনিট স্কুলের সকল কোর্সের অ্যাফেলিয়েট করা হালাল হবে। কিন্তুু পরবর্তীতে দেখলাম যে বেপর্দা শিক্ষিকা থাকলে আয় হালাল হবে না এবং গুনাহও হবে। পূর্বের প্রশ্নে কিছুটা তথ্যের অভাব ছিল এবং সাজানোর অভাব ছিল নতুন প্রশ্নে  এগুলো যোগ করে দিয়েছি। 

 

টেন মিনিট স্কুলের ক্লাস সব অনলাইনে হয়। এখানে টেন মিনিট স্কুলের একাডেমিক কোর্সগুলোর প্রতিটি কোর্সে নারী এবং পুরুষ উভয় টিচারই রয়েছে। কিন্তুু প্রতিটি কোর্সে পুরুষ টিচারের সংখ্যা বেশি। যেমন: HSC ২৫ বিজ্ঞানের লাইভ কোর্সে ১৭ জন টিচারের মধ্যে ৩ জন শিক্ষিকা। আর শিক্ষার্থীরা কোর্স কিনার আগে ওয়েবসাইটে দেখে নিতে পারবে কোর্সে কোন কোন টিচার পড়াবে, টিচারের ছবি ও সংক্ষিপ্ত তথ্যসহ। আমি এও জানি যে প্রত্যেকের পাপের/গুনাহের ভার তাকে নিতে হবে। আবার আমাদের সমাজে/দেশে পুরুষ বা নারী বেশিরভাগরাই পর্দা করে না। তাদের কাছে হয়তো পর্দা গুরুত্বপূর্ণ না। এখন কেউ সেই কোর্স কিনে শিক্ষিকার ক্লাসে দৃষ্টির হেফাজত না করে তাহলে তো তার গুনাহ হওয়ার কথা আবার শিক্ষিকা পর্দা না করলে শিক্ষিকার গুনাহ হওয়ার কথা। আমি তো শুধু একাডেমিক শিক্ষার কোর্স প্রোমোট/অ্যাফেলিয়েট করবো। কোনো বেপর্দা/হারাম বিষয় কে নয়। আবার সহশিক্ষা হারাম তারপরও সহশিক্ষা চালিয়ে যাওয়ার ব্যাপরেই সম্মানিত মুফতীরা বলে থাকেন। 

 

আইফতোয়া থেকে নেয়া: যতদিন পর্যন্ত এই দেশে পৃথক শিক্ষা ব্যবস্থা চালু না হচ্ছে ,ততদিন প্রয়োজনের তাগিদে নিম্নোক্ত শর্তাদির সাথে উলামায়ে কেরামগন কলেজ-ভার্সিটিতে শিক্ষা গ্রহণের পরামর্শ দেন।

 

১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।

২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের  সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।

ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১;

 

আমি মূলত ইসলাম অনুযায়ী হারাম আয় হয় এবং গুনাহ হয় এমন কোন কাজ করতে চাই না। কিন্তুু আমি এক্ষেত্রে বিপরীতমুখী বিষয় দেখে বুঝতে পারছিনা এভাবে টেন মিনিট স্কুলের কোর্সগুলোর অ্যাফেলিয়েট করা কেন হারাম। 

 

এখন কি কোর্সগুলোর অ্যাফেলিয়েট করা যাবে? এগুলোর অ্যাফেলিয়েট করা কি আমার জন্য হালাল হবে আর আমার কি গুনাহ হবে? উত্তর দিলে উপকৃত হবো। 


 

জাযাকাল্লাহু খাইরান।

1 Answer

0 votes
by (574,950 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم

মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ [٥:٢] 

সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। {সূরা মায়িদা-২}

হাদীস শরীফে এসেছেঃ- 

وَحَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى هُدًى إِلَّا كَانَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ اتَّبَعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَا مِنْ دَاعٍ يَدْعُو إِلَى ضَلَالَةٍ إِلَّا كَانَ عَلَيْهِ مِثْلُ أَوْزَارِهِمْ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أَوْزَارِهِمْ شَيْئًا

মালিক (রহঃ) বলেনঃ তাহার নিকট খবর পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেনঃ যেকোন আহবানকারী হিদায়াতের দিকে আহবান করিবে তবে তাহাকে তাহার অনুসরণকারীদের সমান পুণ্য দেওয়া হইবে। অনুসরণকারীদের পুণ্য হইতে বিন্দুমাত্র কম করা হইবে না। আর যেকোন আহবানকারী পথভ্রষ্টতার দিকে আহবান করিবে, তবে তাহার উপর অনুসরণকারীদের পাপসমূহের সমান পাপ বৰ্তাইবে। তাহাতে অনুসরণকারীদের পাপসমূহের এতটুকুও কম করা হইবে না।
(মুয়াত্তা মালিক ৪৯৬)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখ রয়েছেঃ- 
"বিজ্ঞানের লাইভ কোর্সে ১৭ জন টিচারের মধ্যে ৩ জন শিক্ষিকা। আর শিক্ষার্থীরা কোর্স কিনার আগে ওয়েবসাইটে দেখে নিতে পারবে কোর্সে কোন কোন টিচার পড়াবে, টিচারের ছবি ও সংক্ষিপ্ত তথ্যসহ"

তার মানে শিক্ষার্থীরা কোর্স ক্রয়ের আগে নিজেই চয়েস করে নিতে পারবে যে সে আসলে শিক্ষকের কোর্স ক্রয় করবে নাকি শিক্ষিকার কোর্স ক্রয় করবে?

এক্ষেত্রে বালেগ শিক্ষার্থীরা উক্ত শিক্ষিকার কোর্স ক্রয় করলে এর সহযোগিতা স্বরুপ গুনাহ আপনারও হবে।

সুতরাং ফতোয়া আগেরটাই থাকবে,তাহা হলোঃ-
এক্ষেত্রে যেহেতু বেপর্দা শিক্ষিকাদের ভিডিও থাকবে,তাই কেহ যদি এসব পেইড কোর্সের অ্যাফেলিয়েট মার্কেটিং করে আয় করে, তাহলে তা তার জন্য সম্পূর্ণভাবে হালাল হবেনা।

শুধু মাত্র পুরুষ শিক্ষকদের পেইড কোর্সের অ্যাফেলিয়েট মার্কেটিং করে যতটাকা আয় হয়েছে,সেটি হালাল হবে।
অন্যথায় মহিলা শিক্ষিকাদের পেইড কোর্সের অ্যাফেলিয়েট মার্কেটিং করে যতটাকা আয় হয়েছে,সেটি হারাম হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...