ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
في الموسوعة الفقهية الكويتية ج٤١:ص٧٥
ب - أَنْ يَكُونَ الْفَرْعُ مُوسِرًا وَهَذَا بِاتِّفَاقِ الْفُقَهَاءِ، أَوْ قَادِرًا عَلَى التَّكَسُّبِ وَهُوَ مَا ذَهَبَ إِلَيْهِ الْحَنَابِلَةُ وَهُوَ الأَْصَحُّ عِنْدَ الشَّافِعِيَّةِ، وَالرِّوَايَةُ الَّتِي جَزَمَ بِهَا صَاحِبُ الْهِدَايَةِ عِنْدَ الْحَنَفِيَّةِ (٣) ، وَأَنْ يَكُونَ فِي مَالِهِ أَوْ كَسْبِهِ فَضْل عَنْ نَفَقَةِ نَفْسِهِ وَوَلَدِهِ وَامْرَأَتِهِ، فَإِنْ لَمْ يَفْضُل مِنْهُ شَيْءٌ لاَ تَجِبُ عَلَيْهِ النَّفَقَةُ
মর্মার্থ- নিকটাত্মীয়র উপর অন্য গরীব আত্মীয়র খোরপোষ ওয়াজিব হওয়ার জন্য শর্ত হল, ঐ নিকটাত্মীয় নিজে স্বাবলম্বী হওয়া। তার বিবি বাচ্ছার খোরাকি আদায় করার পর তার নিকট অতিরিক্ত মাল সম্পদ অবশিষ্ট থাকা। যদি তার নিকট অতিরিক্ত কোনো সম্পদ না থাকে, তাহলে তার উপর অন্যর খোরপোষ ওয়াজিব হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
পরিবারে বড় ভাই হিসেবে ছোট বোনকে সর্বদা এবং ছোট ভাইকে সাবালক হওয়ার পূর্ব পর্যন্ত আর্থিক বিষয় দেখাশোনা করতে হবে।এটা ওয়াজিব। ছোট ভাই বালেগ হওয়ার পর যদি তার আর্থিক বিষয় দেখাশোনা না করে, তাহলে এজন্য বড় ভাইয়ের গুনাহ হবে না। তবে বালেগ হওয়ার পরও বোনের দেখাশোনা করতে হবে।
হ্যা, ভাই নিজে স্বাবলম্বী না হলে, তার নিকট নিজ পরিবারের খরচের চেয়ে অতিরিক্ত টাকা না থাকলে, তখন উক্ত ভাইয়ের উপর অন্যদের খোরপোষ ওয়াজিব হবে না। তখন তাদের লালনপালনের দায়ভার অন্য আত্মীয়র উপর চলে যাবে।