আসসালামু আলাইকুম।
এক বোনের বাবার সম্পদ হারাম হওয়ার সম্ভাবনা প্রকট।কতটুকু হারাম ,নাকি সম্পূর্ণটাই হারাম সেটা নির্নয় করা প্রায় অসম্ভব।সেই বোনের বাবা জিবিত আছেন।তিনি কিছু সম্পদ উক্ত বোনের নামে হেবা-রেষ্ট্রি করে দিয়েছেন। এখন এই হারাম(খুবসম্ভবত) সম্পদ গ্রহন করা সেই বোনের জন্য জায়েজ না । এই সম্পদ বিনা সাওয়াবের নিয়তে দান করে দিবে সেই উপায় নেই।কারণ যে জমি ,জায়গা এবং বাড়ি বোনটিকে হেবা করেছেন তা খন্ড খন্ড বাড়ি বা জমি যা শেয়ারে তার অন্য বোনদেরকেও তার বাবা হেবা করেছেন। তা তো দান করা সম্ভব নয়। আর তাছাড়া তার বাবা এগুলো দান করতেও দিবেন না।এখন যদি উক্ত জমি জায়গা,বাড়ি সেই বোন তার বোনেদের নিকট নামে মাত্র দামে বিক্রি করে সেই টাকা বিনা সাওয়াবের নিয়তে দান করে দেয় তাহলে কি সেটা শরইয়াহ সম্মত হবে? নামে মাত্র দামে ছাড়া হয়তো উক্ত সম্পদ বিক্রয় হবেনা। কারণ তার বোনেরা বেশি টাকা দিয়ে জমি,বাড়ি কিনবেননা।আর জমি রেষ্ট্রি করার সময় ক্রেতা রেষ্ট্রি করার টাকা দেয় নাকি বিক্রেতা টাকা দেয় তা সেই বোন জানেননা।যদি বিক্রেতাকে টাকা দিতে হয় তাহলে সেই বোনের কাছে রেষ্ট্রি করার মতো টাকা নেই।বিক্রি করার টাকা থেকে কিছু টাকা রেষ্ট্রি এবং কিছু টাকা বিনা সাওয়াবের নিয়তে দান করে দিলে তা কি শরিয়াহসম্মত হবে?