আসসালমুআলাইকুম,
অনেক দিন আগে একটা প্রশ্ন করেছিলাম "অমুক কাজ করলে তালাক মনে মনে বলেছিলাম" ' জবাবে মনেমনে কোনো তালাক বা শর্ত তালাক হয়না '
শয়তানের ধোঁকায় পড়ে কিছুদিন থেকে মনে মনে এমন ভাবনা হচ্ছে যা বলেছি ঠিক বলেছি (এমন মনে হচ্ছে মানে যে প্রশ্নটা করেছিলাম সেই প্রশ্নটাকে নিয়ে এমন মনে হচ্ছে।)
রাত্রিতে শুয়ে আছি মনে মনে ওই বিষয় নিয়ে ভাবনা হচ্ছে ,যা বলেছি ঠিক বলেছি ( প্রশ্ন করেছিলাম সেইটা ) এই রকম মনে হচ্ছিল , আর মুখ দিয়ে হুম (hmm) এই রকম হয়েছে। আর অন্য কিছু উচ্চরণ করিনি।
এখন আমি উক্ত কাজ করবো ভাবছি খুব জরুরী সেই কাজ করলে কি তালাক হবে??
সম্মানিত মুফতি সাহেব plz জবাব দিয়ে সাহায্য করবেন।