আসসালামু আলাইকুম।
আমরা জানি বর্তমান সময় টা আর্থিকভাবে সবার কম বেশ খারাপ যাচ্ছে।
আব্বুর কথা যদি বলি তাহলে বলবো উনার দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে।উপার্জন না থাকা,প্রচুর ঋণ,লোনে জড়িয়ে যাওয়া।আমার জানামতে জীবনের এই প্রথম আব্বু এই নিকৃষ্ট জিনিসের সাথে জড়িয়ে গেছেন।আব্বুকে কয়েকবার বলে ফেলেছি টাকা না থাকলে না খেয়ে মারা যাবো,আপ্নিও ওষুধ না খেয়ে মারা যাবেন তাও আর এইসবের সাথে জড়াবেন না।
উনিও অন্য কারো কাছে টাকা পান,বাট দিচ্ছে না।
নিজেকেও অসুস্থ মনে হয়।কত রুকইয়াহ করেছি।কিছুই শান্তি লাগেনা,ভাল লাগেনা।
নিজেকে দ্বীনের জন্য আরো পরিবর্তন করতে চাই,পারিনা।বারবার হেরে যায়।
পথ বলে দেন।আমি কি করবো?কিছুই ভাল লাগেনা।
আমার জন্য,আব্বুর জন্য,পরিবারের জন্য দোয়া করবেন প্লিজ।