بسم الله الرحمن الرحيم
জবাবঃ-
https://www.ifatwa.info/6773/
নং ফাতওয়াতে উল্লেখ করা হয়েছে যে,
মাসবুক ব্যাক্তির নামাজের
বিধান জানুনঃ যদি মাসবুক ইমামের সাথে ভুলে সালাম ফিরিয়ে দেয়, তাহলেও তার নামাজ হয়ে যাবে।
قال ابن عابدین
:(قولہ والمسبوق یسجد مع إمامہ) قید بالسجود لأنہ لا یتابعہ فی السلام، بل یسجد
معہ ویتشہد فإذا سلم الإمام قام إلی القضاء۔( الدر المختار مع رد المحتار : ۸۲/۲،
کتاب الصلاة، باب سجود السہو ، ط: دار الفکر، بیروت )
সারমর্মঃ
মাসবুক ব্যাক্তি ইমামের সালামের
অনুকরণ করবেনা। বরং সে ইমামের
সাথে সালাম ফিরাবে,তাশাহুদ পড়বে,তারপর যখন
ইমাম সালাম ফিরাবে,তখন অবশিষ্ট নামাজ আদায়ের জন্য দাড়িয়ে যাবে।
মাসবুক ব্যাক্তি যদি ইচ্ছাপূর্বক
ভাবে ইমামের সাথে সালাম ফিরায়,তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে।
যদি মাসবুক ব্যাক্তি ভুলক্রমে
এক দিকে সালাম ফিরায়,তারপর সাথে
সাথে নিজের অবশিষ্ট নামাজ আদায় করার জন্য দাড়িয়ে যায়, তাহলে যদি
হুবহু ইমামের সালামের সাথে সালাম ফিরিয়ে থাকে,তাহলে সেজদায়ে সাহু
ওয়াজিব হবেনা।
আর যদি ইমামের সালামের হুবহু
সাথে সাথে না হয়ে কিছুটা পরে হয়,(যেমনটি সাধারণত হয়ে থাকে) তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।
যদি মাসবুক উভয় দিকেই ভুলক্রমে
সালাম ফিরায়,এবং স্বরন
আসা মাত্র নিজের অবশিষ্ট নামাজ আদায়ের জন্য দাড়িয়ে যায়, তাহলে
যদি নামাজ ফাসেদ কারী কোনো কাজ (কথা বলা ইত্যাদি) না করে থাকে,তাহলে দাড়িয়ে নামাজ পূর্ণ করবে।
শেষে সেজদায়ে সাহু আদায় করবে।
فتاوی شامی :
"(قَوْلُهُ: وَالْمَسْبُوقُ يَسْجُدُ مَعَ
إمَامِهِ) ... فَإِنْ سَلَّمَ فَإِنْ كَانَ عَامِدًا فَسَدَتْ وَإِلَّا لَا، وَلَا
سُجُودَ عَلَيْهِ إنْ سَلَّمَ سَهْوًا قَبْلَ الْإِمَامِ أَوْ مَعَهُ؛ وَإِنْ
سَلَّمَ بَعْدَهُ لَزِمَهُ لِكَوْنِهِ
مُنْفَرِدًا حِينَئِذٍ، بَحْرٌ، وَأَرَادَ بِالْمَعِيَّةِ الْمُقَارَنَةَ
وَهُوَ نَادِرُ الْوُقُوعِ، كَمَا فِي شَرْحِ الْمُنْيَةِ. وَفِيهِ: وَلَوْ
سَلَّمَ عَلَى ظَنِّ أَنَّ عَلَيْهِ أَنْ يُسَلِّمَ فَهُوَ سَلَامُ عَمْدٍ
يَمْنَعُ الْبِنَاءَ". ( باب سجود السهو، ٢/ ٨٢ - ٨٣)
সারমর্মঃ মাসবুক ব্যাক্তি
যদি ইমামের সাথে সালাম ফিরায়, তাহলে ইচ্ছাপূর্বক ভাবে হলে এই নামাজ ফাসেদ হয়ে যাবে।
الدر المختار :
"وَلَوْ سَلَّمَ سَاهِيًا إنْ بَعْدَ إمَامِهِ لَزِمَهُ
السَّهْوُ وَإِلَّا لَا".
যদি ভুলক্রমে ইমামের সাথে
সালাম ফিরায়,তাহলে যদি
ইমামের সালামের পর সালাম ফিরায়,তাহলে সেজদায়ে সাহু ওয়াজিব হবে।
অন্যথায় নয়।
رد المحتار :
"(قَوْلُهُ وَلَوْ سَلَّمَ سَاهِيًا) قَيَّدَ
بِهِ لِأَنَّهُ لَوْ سَلَّمَ مَعَ الْإِمَامِ عَلَى ظَنِّ أَنَّهُ عَلَيْهِ
السَّلَامُ مَعَهُ فَهُوَ سَلَامٌ عَمْدٌ، فَتَفْسُدُ كَمَا فِي الْبَحْرِ عَنْ
الظَّهِيرِيَّةِ، (قَوْلُهُ: لَزِمَهُ السَّهْوُ)؛ لِأَنَّهُ مُنْفَرِدٌ فِي
هَذِهِ الْحَالَةِ ح. (قَوْلُهُ: وَإِلَّا لَا) أَيْ وَإِنْ سَلَّمَ مَعَهُ أَوْ
قَبْلَهُ لَايَلْزَمُهُ لِأَنَّهُ مُقْتَدٍ فِي هَاتَيْنِ الْحَالَتَيْنِ". (
شامي، قبيل باب الاستخلاف، ١ / ٥٩٩)
সারমর্মঃ মাসবুক ব্যাক্তি
ইচ্ছাপূর্বক ভাবে যদি ইমামের সাথে সালাম ফিরায়,
তাহলে এই নামাজ ফাসেদ হয়ে যাবে।
★★প্রিয়
প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
১. যদি অসর্তকতা বশত বা
ভুলে ইমামের সাথে বা ইমাম সালাম ফেরানোর পূর্বে সালাম ফেলে তাহলে দেরি না করে সাথে
সাথে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করবে। সিজদা সাহু করতে হবে না। যদি ইমামের সালাম
ফিরানোর পর দেরি করে সালাম ফিরায় তবে সিজদা সাহু করতে হবে। আর যদি উক্ত মাসবুক মনে
করে যে, ইমামের সাথে সালাম ফিরাতে হবে তাই সে ইচ্ছা করেই সালাম
ফেরায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে।
২-৩. উভয় সুরতেই যদি ভুলক্রমে এমনটি করে
তাহলে সাহু সিজদা ওয়াজিব হবে না। তবে ইমামের সালাম ফিরানোর পর দেরি করে "আসসালামু আলাইকুম" বলার সাথে সাথে যদি মুখও ফিরায় তাহলে
সাহু সিজদা দিতে হবে।