আমি ওয়ালী ছাড়া এক মেয়েকে বিয়ে করি ২ বছর আগে, সে তার বাসায় থাকে,তার বাবা জানেন না, তার ও আমার পরিবার জানে আমরা বয়ফ্রেন্ড-গালফ্রেন্ড, শীগ্রই চেষ্টা করছি আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসবো। তবে ইদানিং কুফু বিষয়টা নিয়ে বড় চিন্তায় আছি, একেক জন একেক বিষয়ে কুফু মানদন্ড একেক ভাবে বিবেচনা করেন বিধায় আমার আর তার কুফু নিয়ে আমি বড় পেরেশানিতে আছি, এতো দিন আমরা একে অপরের সাথে বিভিন্ন সময় কাটাচ্ছি, বিয়ের সময় এটা দেখেই বিয়ে করেছিলাম যে কুফু না হলে ওয়ালী আদালত এর মাধ্যমে বিয়ে ভাঙ্গতে পারেন।কিন্তু অনেকে বলেন না কি কুফু না মিললে বিয়েই হয় না, এটাই পেরেশানির মূল বিষয়।
১. এখন জানতে চাচ্ছি কোনো বিবেচনায় যদি আমাদের কুফু মিলে নাই এমটাও ধরা হয়। তবে আমাদের এতো দিনের ঘনিষ্ঠতা কি গুনাহ হিসাবে ধরা হবে যেহেতু তার বাবা জানেন না, নাকি সবাইকে জানিয়ে বিয়ের অনুষ্ঠান করার আগে পর্যন্ত আমরা এখনের মতো চলতে পারবো? মোটকথা আমাদের বিয়ে কি শুদ্ধ হয়েছে?চাইলে এই বিয়ে দিয়েই সংসার করতে পারবো?
ইনশাআল্লাহ বেশি দিন হয়তো লাগবো না কয়েক মাস.যদিও সবাইকে জানিয়েই আবার আকদ পরবো, তাও এতো দিন আছি আরো ক'মাস থাকা লাগতে পারে. একটু পেরেশান মুক্ত করবেন।
বিয়ের সম্পুর্ন কথোপকথন দিলাম:
বিবাহ পড়ানোর সময় (কাজী,বর, কনে, সাক্ষি এক মজলিসে)
কাজীঃ (জায়গার নাম) নিবাসী অমুকের ছেলে অমুকের সাথে বিবাহের পয়গাম এনেছি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ
কনেঃ আলহামদুলিল্লাহ
কাজী (বরকে বলতেছে): (জায়গার নাম) নিবাসী অমুকের মেয়ে অমুকের সাথে এতো টাকা দেনমোহরে বিবাহের পয়গাম এনেছি রাজি থাকলে বলুন কবুল.
বরঃকবুল
(দুই সাক্ষি ছিলো, কাজি সাহেব ও ছিলেন, ছেলে মেয়ে সামনাসামনি ছিলো, মেয়েকে এজিন নেওয়ার সময় মোহর উল্লেখ করা হয় নি, তবে বর কনে দুজনেই মোহরের কথা জানতো, কারণ নিজেরাই ঠিক করেছিলাম। ইজাব কবুলের সময় কনের উকিল হিসাবে আসলাম, বা উকালতিতে এইরুপ বাক্য বলা হয় নি)
২.
https://ifatwa.info/85521/ কমেন্টটা দেখলে উপকাট হবে
জাজাকাল্লাহ