জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ-
عن بن أبي نجيح قال نمت في المسجد الحرام فاحتلمت فيه فسألت سعيد بن جبير فقال اذهب واغتسل يعني ولم ينهه
হযরত ইবনে আবী নাজীহ বলেন , আমি মসজিদে হারামে ঘুমিয়েছিলাম। তখন আমার স্বপ্নদোষ হল। তাবেয়ী সায়ীদ ইবনে জুবাইর রহ. কে জিজ্ঞেস করলাম, কি করব? বলেন, গোসল করে আস। অর্থাৎ তিনি তাকে মসজিদে ঘুমাতে নিষেধ করেননি। (মুসান্নাফে ইবনে আবীশাইবা হা. ৪৯২৩ )
মসজিদে ঘুমন্ত অবস্থায় স্বপ্নদোষ হলে, যদি মসজিদে নাপাকী লেগে যায়, তবে যতটুকু জায়গায় নাপাকী লেগেছে, ততটুকু জায়গা ধুয়ে নিলে চলবে, সম্পূর্ণ মসজিদ ধোয়ার প্রয়োজন নেই। আর যদি মসজিদে নাপাকী না লাগে, বরং নাপাকী শুধু ঘুমন্ত ব্যক্তির নিজস্ব বিছানা বা কাপড়েই সীমিত থাকে, তাহলে মসজিদ ধোয়ার প্রয়োজন নেই।
বিছানায় নাপাক লাগলে বিছানার সেই অংশটুকু ভালভাবে ধুয়ে পাক করে নিতে হবে।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
নাপাক বেডিং নিয়ে মসজিদে অবস্থান করা বা শয়ন করা জায়েজ হবেনা।
এক্ষেত্রে বেডিং এর যেই স্থানে নাপাকি লেগেছে সেই স্থান শরীয়াহ সম্মত নিয়মে ধুয়ে পাক করে নিতে হবে।
এক্ষেত্রে পাক করে নেয়ার পর না শুকালেও সমস্যা নেই।
শুকানো আবশ্যক নয়।