জবাবঃ-
بسم الله الرحمن الرحيم
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ مَيْسَرَةَ الْمَنْقَرِيُّ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ عَقَدَ عُقْدَةً ثُمَّ نَفَثَ فِيهَا فَقَدْ سَحَرَ وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ
আমর ইবন আলী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি গিরা দিয়ে তাতে ফুঁক দেয়, সে যাদু করলো, আর যে যাদু করলো, সে মুশরিক হলো। আর যে ব্যক্তি গলায় কিছু ঝুলায়, তাকে সেই জিনিসের উপর ন্যস্ত করা হয়।
(সুনানে নাসায়ী ৪০৮০)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুফরি পথ অবলম্বন করে কালো জাদু করে কাহারো আয়ের পথ বন্ধ করা যেতে পারে।
কেউ কালো জাদুতে আক্রান্ত হলে মস্তিস্ক ঠিকমতো কাজ করবে না। কোনো মুদাব্বির আলেমের শরণাপন্ন হতে হবে।মুদাব্বির অর্থ ঐ আলেম যিনি কুরআন সুন্নাহ দ্বারা জ্বীন জাদুর সমস্যার সমাধানের চেষ্টা করেন।
(০২)
এ ধরনের খাবার খাওয়া জায়েজ নেই।
এই খাবার ফিরিয়ে দিতে হবে অথবা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে।
(০৩)
এক্ষেত্রে সেই লোন আপনি হালাল টাকায় পরিশোধ করলে আপনার ব্যবসার ইনকাম হালাল হবে।
আর যদি সেই লোন আপনি হারাম টাকায় পরিশোধ করেন,সেক্ষেত্রে আপনার ব্যবসার ইনকাম হারাম হবে।