আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
186 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (17 points)
আসসালামু আলাইকুম,
রাজআত সম্পর্কে মাসালা জানার প্রশ্ন।

কেউ যদি নির্জনে একা একা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বা স্ত্রীর নাম নিয়ে উচ্চারণ করে এই দুই শব্দ বলে,

" তুমি আমার বউ"

 "তুমি আমার প্রিয়ো বউ"।

স্ত্রী এই দুইটা শব্দ না জানলেও কি রাজআত হয়ে যাবে???
কেউ যদি এই দুইটা শব্দ নির্জনে একা একা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বা স্ত্রীর নাম নিয়ে উচ্চারণ করে বলে,এবং স্ত্রী যদি নাও জানে বা নাও শুনে তাহলেও কি রাজআত হবে???

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
রাজ'আতের সময় স্ত্রীকে অবগত করা বা সাক্ষী রাখা শর্ত নয়।বরং স্বামী নির্জনে একাকি রাজ'আত করে নিলে সেটাই যথেষ্ট হবে।তবে স্ত্রীকে জানিয়ে বা সাক্ষীর সামনে রাজ'আত করাটাই উত্তম।
الدر المختار مع رد المحتار (3/ 401 )
''(وندب إعلامها بها) لئلا تنكح غيره بعد العدة، فإن نكحت فرق بينهما وإن دخل، شمني. (و ندب الإشهاد) بعدلين ولو بعد الرجعة بالفعل (و) ندب (عدم دخوله بلا إذنها عليها) لتتأهب وإن قصد رجعتها لكراهتها بالفعل، كما مر. (ادعاها بعد العدة فيها) بأن قال: كنت راجعتك في عدتك (فصدقته صح) بالمصادقة (وإلا لا) يصح إجماعاً (و) كذا (لو أقام بينة بعد العدة أنه قال في عدتها: قد راجعتها، أو) أنه (قال: قد جامعتها) وتقدم قبولها على نفس اللمس والتقبيل فليحفظ (كان رجعةً)؛ لأن الثابت بالبينة كالثابت بالمعاينة، وهذا من أعجب المسائل حيث لا يثبت إقراره بإقراره بل بالبينة (كما لو قال فيها: كنت راجعتك أمس) فإنها تصح (وإن كذبته) لملكه الإنشاء في الحال''۔فقط واللہ اعلم


দারুল উলূম বিন্নুরী টাউন মাদরাসা থেকে প্রকাশিত ফাতাওয়া নং
فتوی نمبر : 143909200519
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
স্বামী যদি নির্জনে একা একা তার স্ত্রীকে উদ্দেশ্য করে বা স্ত্রীর নাম নিয়ে উচ্চারণ করে এই দুই শব্দ বলে,
" তুমি আমার বউ"
 "তুমি আমার প্রিয়ো বউ"।
স্ত্রী এই দুইটা শব্দ না জানলেও রাজআত হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
উত্তর দেয়া হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...