বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত।রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللهُ عَلَيَّ رُوحِي حتَّى أرُدَّ عَلَيْهِ السَّلامَ
“যে কেউ আঁমার প্রতি সালাম প্রেরণ করবে, আল্লাহ তা‘আলা আঁমার রূহ ফিরিয়ে দিবেন,তখন আঁমি তার সালামের উত্তর প্রদান করবো।”[সুনানে আবু দাউদ, হাদিস নং ২০৪১/বাইহাকী-সুনানে কুবরা, হাদিস নং ১০২৭০]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
দুরুদ শরীফ ও লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম, ইত্যাদি তাসবিহাত হাদীস দ্বারা প্রমাণিত রয়েছে, এবং প্রত্যেকটির পৃথক পৃথক ফযিলত হাদীসে এসেছে। তবে আপনি যেভাবে সবগুলোর একত্রিত অবস্থার ফযিলত বর্ণনা করলেন, সেগুলো কিন্তু হাদীস দ্বারা প্রমাণিত নয়।