আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
141 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (31 points)
বাসার ওয়াল করতে চাইলে করতে বাধা দিচ্ছে চেয়ারম্যান ও চাচাত ভাই ইল্লিগ্যালি।আমরা এবং চাচারা আলাদা লোক থেকে জমি কিনলেও জোর করে বলে তারা জমি পায় অথচ নিজেরা কয়েকবার মেপে দিয়েছে।আগে ঘর তোলা হলে তখন বাধা দেয়নি এখন আবার জমি পায় বলছে।এর আগেও জোরজবরদস্তি করে জমি নিয়েছে, রাস্তা চায় আমাদের থেকে উনাদের আলাদা রাস্তা থাকার পরও।চেয়ারম্যান ক্ষমতার অপপ্রয়োগ করছে।ভয় দেখাচ্ছে।চাচাত ভাইয়ের সাথে সখ্যতা আছে এবং উনার জমি কিনবে এজন্য।উনারা আবার মাপতে চায় কিন্তু যে মাপবে তাকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করানো হতে পারে।বাবা নেই ,আম্মু মাপতে নারাজ।উনারা অনেক ডেন্জারাস জন্য কেউ লিগ্যাল কথা বলার সাহস পায় না।এক্ষেত্রে কি করণীয়?আর উনারা কি বলল না বললো,আগে কি করেছে আমাদের সাথে,এখন কি করছে এটা আলোচনা কি গীবত হবে?

জাযাকল্লাহু খইরান

1 Answer

0 votes
by (657,800 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 

গীবতের গুনাহ খুবই মারাত্মক,এই নিম্নোক্ত আলোচনা   গুলো শুনিয়ে পরিবারের বড়দের গীবত করা থেকে ফিরিয়ে আসার দিকে দাওয়াত দিতে হবে

আল্লাহ তায়ালা বলেনঃ  

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا فَكَرِهْتُمُوهُ ۚ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ اللَّهَ تَوَّابٌ رَّحِيمٌ [٤٩:١٢] 

মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাক। নিশ্চয় কতক ধারণা গোনাহ। এবং গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারও পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুতঃ তোমরা তো একে ঘৃণাই কর। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। {সূরা হুজুরাত-১২}

,

وتنحصر في ستة أسباب الأول : التظلم فلمن ظلم أن يشكو لمن يظن له قدرة على إزالة ظلمه أو تخفيفه .

ছয়টি কারণে গীবত করা জায়েজ আছে। যথা-

জুলুম থেকে নিচে বাঁচতে, অন্যকে বাঁচাতে। এমন ব্যক্তির কাছে গীবত করতে পারবে, যে একে প্রতিহত করতে পারবে।

বিস্তারিত জানুনঃ 

হাদীস শরীফে এসেছেঃ  

وَعَن عَائِشَةَ رَضِيَ الله عَنهَا : أَنَّ رَسُولَ الله ﷺ، قَالَ: «مَنْ ظَلَمَ قَيدَ شِبْرٍ مِنَ الأرْضِ، طُوِّقَهُ مِنْ سَبْعِ أرَضِينَ». مُتَّفَقٌ عَلَيهِ 
বাংলা অনুবাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কারো জমি এক বিঘত পরিমাণ অন্যায়ভাবে দখল করে নেবে, (কিয়ামতের দিন) সাত তবক (স্তর) জমিন তার গলায় লটকে দেওয়া হবে।’’ [বুখারি২৪৫৩, ৩১৯৫, মুসলিম ১৬১২, আহমদ ২৩৮৩২, ২৫৬১২, ২৫৬৯২]
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে যেহেতু তারা আপনাদের উপর জুলুম করছে,তাই তাদের উক্ত কাজের গীবত  এমন ব্যাক্তির কাছে করা যাবে,একে প্রতিহত করতে পারবে,বা সমাধান বলে দিতে পারে,বা আপনাদের সাহায্য করতে পারে।
,
তবে সীমাতিরিক্ত বলা যাবেনা।
এক্ষেত্রে আপনারা আইনী ভাবে মোকাবেলা করলেই সবচেয়ে উত্তম হবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 192 views
...