জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কাহারো মালিকানাধীন হারাম জিনিস/বস্তু চুরি করলে সেক্ষেত্রেও চুরি করার গুনাহ হবে।
(০২)
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى الأَزْدِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلاَ اللَّعَّانِ وَلاَ الْفَاحِشِ وَلاَ الْبَذِيءِ " .
’আবদুল্লাহ ইবনু মাস্’ঊদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একজন পূর্ণ মু’মিন তিরস্কার ও অভিসম্পাতকারী এবং অশ্লীল গালমন্দকারী ও অহঙ্কারী হতে পারে না।
(তিরমিযী ১৯৭৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩২০, সহীহ আল আদাবুল মুফরাদ ২৩৭, শু‘আবুল ঈ‘মান ৬৬৭৬, মুসনাদুল বাযযার ১৫২৩, আহমাদ ৩৯৪৮, মুসনাদে আবূ ইয়া‘লা ৫৩৭৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ২১৩১৪.মিশকাত ৪৮৪৭।)
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কোন জিনিস বা বস্তু কে গালি দিলে কবিরা গুনাহ হবেনা।
তবে শর্ত হলো, এক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করা যাবেনা।