Assalamualikum,,,,,
১. একই ভুল বার বার করে , স্ত্রী ভুলের কারনে রেগে, অভিমান করে যদি বলি :-
তোমাকে দেখলে আমার রাগ হচ্ছে।
তোমার মুখ দেখলে রাগ হচ্ছে।
এগুলো কি কেনিয়া বাক্য?
২. স্ত্রী কে নানা নোংরা ভাষায় গালি দিয়ে ফেলেছি।
যখনই কোনো কারণে স্ত্রীর সঙ্গে কথা তর্ক বিতর্ক হয় তখনই তালাকের ভাবনা চলে আসে। রাগের মাথায় গালি দিয়েফেলেছি, কিন্তু তালাকের ভাবনা আসে দিয়ে মনে হয় কেনিয়া বাক্য হবে নাকি সেই ভয় এ প্রচন্ড রেগে বলি নির্লজ্জ, বেহায়া,
এভাবে গালি দিলে কি তালাক হবে?
স্পষ্ট বাক্যে গালি দিলে কি সমস্যা হবে?
হুজুর মেহেরবানী করে জানাবেন।