আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ
আমার শ্বশুরবাড়িতে আমার স্বামি বড় ছেলে হওয়া সত্তেও ওনার খুব সম্মান দেয়া নেই পরিবারে৷ ভাই বোনদের মাঝে তার প্রতি কথাবার্তায় সম্মান নেই৷ ওনার ইনকাম কম৷ কোনো মতো বাজার খরচ দেয়৷ ওনার ভাইয়ের তার চেয়ে বেশি আর পরিবারে খরচও তার বেশি৷ মূল কথা তাকে যথেষ্ট তুচ্ছ করা হয়৷ কিংবা ভালো ব্যবহার গুলোউ ওনার নিজের কাছেও মনে হয় ওনার আম্মু শুধু ব্যবহার করতে করেন৷
এ সকল অবস্থার প্রেক্ষিতে আমার স্বামি চান আমাকে ও ওনার আম্মুকে সহ ১ টা সেমিনারে অংশ নিতে৷ যেখানে টপিক family first. যাতে করে এসব ব্যাপার গুলোর জন্য ওনার মাকে এই সেমিনারের উছিলায় বুঝাতে৷
সমস্যা হচ্ছে,ওটা ফ্রী মিক্সিং পরিবেশে৷ যারা বক্তা তারাও নারি পুরুষ দেখা যাবে একসাথেই বসতেসে৷ মোটকথা বক্তা ও শ্রোতা ২ টোই ফ্রী মিক্সিং৷ এ জন্য আমি যেতে রাজিনা৷
লাইফস্প্রিং পেইজের সেমিনারের পোস্ট :
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02n4xe4QidQpKxzcPqt65Kx2GaSS4E4wPgvjjrqL1Bq3J63zCTvcqgGpbRHWiNj5M3l&id=100064516009285
১) এ ধরণের আয়োজনে যাওয়া সম্বন্ধে জানতে চাচ্ছি৷
২) যদি অবস্থার প্রেক্ষিতে যাওয়া যাবে উত্তর হয়, তাহলে ভবিষ্যতে সন্তানদের সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে পাঠ না করাতে চাওয়ায় আমার অবস্থান কিভাবে তুলে ধরবো? কারন অবস্থার প্রেক্ষিতে হ্যা বলা মানেই সেটার উদাহরণ দিয়ে হয়তো ভবিষ্যতে আরো এরকম ঘটাতে প্ররোচিত করতে পারে৷
৩) উত্তর জায়েজ না হলে এরকম একই সুবিধা কোথায় ভালো পরিবেশে পাবো৷ কারন ওনার আম্মুকে নিয়ে যদি পারসোনালি কোনো সাইকেস্ট্রিকের কাছে যায়,তাহলে উলটা পালটা বলবে৷ তাই এরকম সেমিনার জাতীয় কিছুই শেষ চেষ্টা বা অনেক দিন ধরে ওনার অপেক্ষার ফল