আসসালামুয়ালাইকুম শায়েখ,হাতে পায়ে ধরে অনুরোধ করি উত্তর দিয়েন,, বিষয়টি স্পর্শকাতর তাই আমিও সিদ্ধান্ত নিতে পারছিনা,প্রচন্ড মানসিক চাপে ভুগছি!! আমার কাছে আহলে হাদিস আলেমদের মত বেশি স্ট্রং মনে হয় এ বিষয়ে! আমি মিথ্যে বলছিনা,বিয়ের আগেও আমার কাছে সেই বিবাহ বাতিল বাতিল বাতিল হাদিস টি গ্রহণ যোগ্য ছিল অনেক বেশি ও শক্তিশালী, পরে বিয়ে হয়েও যায় এই মর্মে হানাফি মতে এর একটি ফেসবুকে পোস্ট পরে সিদ্ধান্ত নেই যে বিয়ে করে নিবো সেখানে ব্যাখাও ছিল বিয়ে হওয়ার, আর হালাল হবো ইং শা আল্লাহ এটা ভাবি! তবে তখনো ব্যাখা শেষেও মনের মধ্যে কিছুটা কিন্তু কিন্তু ছিলোই..আর ভাবনায় ছিল যেহেতু পরে তো ফ্যামিলি গত ভাবে বিয়ে করবোই! সেহেতু পরে ১০০% হালাল হবোই সব দিক থেকে সব মত থেকেও!
আর এদিক রুম ভাড়া নিয়ে স্ত্রী সহিত মেলামেশাও করতে পারবো এমন ভাবনা ছিল!পাপ ও হবেনা ইং শা আল্লাহ!
আগেও ব্যাখা করেছি আপনাকে!
আমি জানতে চাচ্ছিলাম...আমি
আমার কাছে যেহেতু শক্তিশালী মত জেনেও দূর্বল মতে বিয়ে করি এবংঅজ্ঞতাবশত ৩ তালাক হয়ে যায়! তবে কি আমি এখন অধিকাংশ আলেম, ফকিহ,৩ মাযহাব, সহিহ হাদিস, আহলে হাদিস আলেমের মত অনুয়ায়ী অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহ করতে পারবো?
যা আল্লাহ কাছে হালাল দাম্পত্য হিসাবে হবে কবুল?
এতে কি সুবিধা নেওয়া হবে,আর সুবিধা নেওয়াতে যদি গুনাহ হয়ে থাকে তবে গুনাহ হলেও পরে অভিভাবকের অনুমতি নিয়ে বিবাহের পরে পরবর্তী তে আমরা হালাল হবো কি?
এই বিষয় গুলো আমার জিজ্ঞাসা ছিল!!
আর আমি যেখানে থাকি এই শহরে আশেপাশে কোন ফতোয়া বোর্ড নেই!!
আমি চাচ্ছি, অভিভাবক অনুমতি নিয়ে পুনরায় বিবাহ করতে যা হালাল হবে ইং শা আল্লাহ এই ভেবে!
কেননা, আমার মনে হয় যদি সুবিধা নেওয়াই হয় তবে তো আগেই সুবিধা নেয়েছি, হানাফি মাযহাব কিছু বিষয় না মানা সত্ত্যেও ( যেমন, নামাযে জামাতে সুরা ফাতেহা পড়ি,বুকে হাত বাধি,এগুলো সহ কিছু বিষয় ও মত)নিজেকে বিয়ের আগে আগে হানাফি বলেই পরিচয় দিয়েছি ও ভেবেছি যেহেতু পরিবার হানাফি অনুযায়ী আমল করে যদিও পুরোপুরি হানাফি মাযহাব মানতাম না,কেননা হানাফি মাযহাবের সকল ফতোয়া অনুযায়ী আমল করতাম না! তাই মনে হয়,
সেহেতু সুবিধা হলে তো বিয়ের সময় ও সুবিধা নিয়েছি নিজেকে হানাফি বলে ও পরে হানাফি পরিচয়ে!
এও জানতাম, ইমাম আবু হানাফি বলেছেন সহিত হাদিস পেলে আমার ফতোয়া দেওয়ালে ছুড়ে মারো ইত্যাদি!
আমার এহেন সকল পরিস্থিতি বিবেচনায় ও কনফিউশন বিষয় ও সকল স্মৃতিচারণ আগের স্পষ্ট মনে না থাকার কারণে আমি যদি বর্তমানে আহল হাদিস আলেম ফতোয়া অনুযায়ী বিয়ে করতে পারবো?, যেহেতু বাতিল মত টাই শক্তিশালী আগেও মন হত, এবং এখনো এই মতকেই বেশি শক্তিশালী মনে হয় তবে কি আমি অভিভাবক অনুমতি নিয়ে বিবাহ করতে পারবো যাতে আমাদের দাম্পত্য জীবন হালাল হবে আল্লাহ কাছে?
দয়া করে আমাকে জানাবেন!
বি:দ্র: বর্তমানে আমি ১০০% সালাফি আকিদায় বিশ্বাসি!ইভেন আগেও প্রচলিত কিছু মানুষের আকিদায় বিশ্বাসী ছিলাম না, যেমন: আল্লাহ নিরাকার,পীর জান্নাতে নিয়ে যেতে পারবে মুরিদ কে,মাজারের ক্ষমতা আছে ইত্যাদি!
আমি খোলাসা করে সব শেয়ার করছি আপনার দলিল ভিত্তিক গবেষণায় ফতোয়া পাবো ইং শা আল্লাহ!
আমি চরম সিদ্ধান্তহীনতা ও হতাশায় অনেকাংশেই ভুগছি, আমাকে আমার ঘটে যাওয়া পরিস্থিতি বিবেচনায় ইসলামিক ভাবে ফতোয়া দিন প্লিজ!! বিষয়টি স্পষ্ট করুন দয়া করে যাতে স্থির সিদ্ধান্তে আসতে পারি!!
আল্লাহ কাছে ক্ষমা চেয়ে কি এখন মেয়ের অভিভাবকের অনুমতি নিয়ে বিয়ে করতে পারবো???