আসসালামু আলাইকুম উস্তায, আমার ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কিছু প্রশ্ন ছিলো।
১. ফেসবুক মনিটাইজেশন এর কাজ করে দিলে তা কি হালাল হবে? ফেসবুক এর কোনো পেইজ মনিটাইজেশন হলে সেই পেইজের ভিডিও তে এড আসে, ইউটিউব এর মত এড আসে আর এডের ভিত্তিতে পেইজের মালিকের ইনকাম হয়। আর এই মনিটাইজেশন অন কর‍তে হলে কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগে যেমন ৫০০০ ফলোয়ার হওয়া লাগবে, ভিডিও তে ৬০,০০০ মিনিট ওয়াচটাইম / ভিউস হওয়া লাগবে। তো এই ক্রাইটেরিয়া ফিল আপ এর কাজ কি নেয়া যাবে? যদিও পেইজে হালাল কন্টেন্ট থাকে তবুও কি এই কাজটা করে দেয়া জায়েজ হবে?
২. ইউটিউব চ্যানেল এ মনিটাইজেশন অন হলেও এড আসে। এই মনিটাইজেশন অন করতে হলেও উপরের মত কিছু শর্ত আছে, সাবস্ক্রাইবার গ্রো করা + নির্দিষ্ট মিনিট ওয়াচ টাইম ফিল আপ করা। এই কাজ করে দেয়া কি জায়েজ? হালাল কন্টেন্ট হলেও? যেহেতু মনিটাইজেশন অন হলে সে এড থেকে টাকা পাবে, আর এই এড যেকোনো ধরনের হতে পারে, যেটায় হালাল ইনকাম হয়না জানামতে। তো এটা তো এক হিসেবে গুনাহের কাজে সাহায্য করা না? তাহলে তো ফেসবুক / ইউটিউব রিলেটেড কাজ গুলো করা যাবেনা?
৩. ফেসবুক এ কারো কোনো হালাল প্রোডাক্ট এর বুস্ট যদি করে দেই, কিন্তু তার পেইজে যদি নারীর ছবি থাকে সেটা কি জায়েজ হবে? যদিও আমি তার পেইজ প্রমোট করছিনা, তার কোনো একটা স্পেসিফিক পোস্ট বুস্ট করছি যেই পন্য হালাল এবং বেপর্দা নারীর ছবি নেই, এমন অবস্থায় কি এটা করা উচিত হবে?
৪. যারা অনলাইন বিজনেস করে পন্যের রিভিউ দেয়ার ক্ষেত্রে যদি কেউ নিজের এমন ছবি দেয় যেখানে নিজের পর্দা নষ্ট হয়, যেহেতু সে পর্দা করেনা, এক্ষেত্রে পেইজের ওনার হিসেবে আমার বা কোনো দ্বীন বুঝা ব্যক্তির করনীয় কি!