আসসালামু আলাইকুম উস্তায
আমি এই টাকা থেকে যদি আমার চাচাতো ভাইকে কিছু টাকা দিই যার বাবা নেই, এবং সে স্বল্প কিছু টাকা ইনকাম করে। ওর মা ওর মামাদের থেকে টাকা নিয়ে কোনোমতে সংসার চালায়। তাহলে এই টাকা ওকে দিলে সওয়াব পাবো ইনশাআল্লাহ? যেহেতু প্রথম হক্বদার কাছের আত্মীয়?
2. অলসতাবশত যে নামাজ পড়ে না তার কোনো ভালো আমলই কি কবুল হবে না? যেমন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির পাওয়ার উদ্দেশ্যে করা সাদাকাহ? আল্লাহর সন্তুষ্টির আশায় কাউকে হেল্প করা?