আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ শাইখ আমার দুইটা বিষয় এ জানার ছিলো ইনশাআল্লাহ,,
১. কেউ যদি মনে মনে এমন নিয়্যাত করে যে আমি কয়েকটা টা রোজা রাখবো,, একটা বিষয় ফায়সালা হচ্ছে না আমি এই কয়দিন রোজা রেখে আল্লাহর কাছে চাইবো উদ্দেশ্য এমন না যে আল্লাহ যেন এর মাঝেই ফায়সালা করে দেন কিন্তু যেহেতু রোজাদার এর দু'আ কবুলের ব্যাপারে হাদিস এ এসেছে এজন্য আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে দু আ করার আশায় নিয়্যাত করে যে এই কদিন একটানা রোজা রেখে চাইবো তাইলে কি তার উপর নিয়্যাত পূর্ণ করা ওয়াজিব হয়ে যাবে,,, যদি কোন সমস্যার কারণে নিয়্যাত পূর্ণ করতে না পারে তবে কি পরবর্তীতে আবার যে কটা রোজার নিয়্যাত করেছিলো আবার কি সে কটাই রাখতে হবে??
২. কারো যদি বিয়ের বাজার করা থাকে,, বাবা সফরে গেছেন মেয়েকে বিয়ে দিবেন উদ্দেশ্যে বাজার করে এনেছেন কিন্তু বিয়েতে বিলম্ব হচ্ছে এখন সেসব যদি বিক্রি করার ইচ্ছা করে যেহেতু জিনিসগুলো পুরাতন হয়ে নষ্ট হতে পারে এই আশায় এবং পরে আবার কিনবে এমন নিয়্যাত রাখে তাইলে কি এইটা হতাশার বহিঃপ্রকাশ হবে,, বা আল্লাহ কি নারাজ হবেন,,,,??