আমাদের একটি সংগঠন আছে যেখানে সদস্য ১৮ জন, আমাদের একজন বন্ধু ক্যাশিয়ার হিসেবে দাইত্ত রত আছে,
সে অর্থ সংক্রান্ত বিষয় গুলো কে তদারকি করে থাকেন
এর বিনিময়ে তাকে আমরা কিছু দিচ্ছি না(বেতন বা অন্যান্য বাতসরিক সম্মাননা) ,
তার কাছ থেকে শুনে ছিলাম যে কখনো কখনো হিসাব মিলাতে ১০০৳,বা ২০০৳ গরমিল হলে সে তার পকেট থেকে দিয়ে হিসাব মিলিয়ে দেয়।
বেশির ভাগ সময় তার হাতে সমিতির টাকা থাকে,
সে যদি সমিতির কমিটি কে না জানিয়ে ফান্ড থেকে কিছু সংখ্যক টাকা ১০,০০০৳- ১৫,০০০৳ তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করে এবং তা পরে আবার দিয়ে দেয় এতে করে কি তার গুনাহ হচ্ছে,সে কি বাকি ১৭ জন এর হক নষ্ট করছে?
সে কমিটি থেকে কিছু সুবিধা নিতে চেয়ে আবেদন করেছিলো যে তার ব্যক্তিগত প্রয়োজনে যেনো সে টাকা ব্যবহার করতে পারে ৫,০০০৳ এর জন্য কার কাছে থেকে অনুমতির প্রয়োজন যেন না পরে, তা ৬ মাসের মধ্যে আবার পরিশোধ করে দেয়ার প্রস্তাব রেখেছিলো, যেহেতু সে বেতন নিচ্ছে না তাই সে এই সুবিধা চাচ্ছিল।
কারণ নাকি অনেক সময় হঠাৎ করেই ৫০০৳, ১০০০৳ টাকা দরকার পরে যায় তখন যেন, কাউকে না বলতে হয় তার জন্য
তাই কমিটি সদস্য রা সিদ্ধান্ত জানিয়েছে যে ৫০০৳ বা যত টাকাই ব্যবহার করুক তাও তাদের জানাতে হবে
এখন সে যদি এই অল্প টাকা ব্যবহার করে কমিটি কে না জানিয়ে এবং পরে আবার তা পরিশোধ করে দেয় তাহলে কি সে গুনাহগার হবে বা কার হোক নষ্ট করছে?