আসসালামু আলাইকুম উস্তাজ।
আমি এবং আমার হাজবেন্ড আলাদা থাকি, যতবার শ্বশুর বাড়িতে যাওয়া হয় ততবার, শ্বাশুড়ি এবং তার মেয়ের কাছ থেকে অনেক অনেক গীবত শুনতে হয়, হোক তা সত্যি, কিন্তু অনেকের নামে গীবত শুনা হয়, আবার শ্বাশুড়ি আম্মা যখন আমাদের বাসায় আসেন তখন ও এর তার গীবত করেন প্রচুর, বুঝিয়ে বল্লে চুপ করেন, কিন্তু আবার শুরু হয়,
এমন অবস্থায় শ্বশুর বাড়িতে যাওয়া কমিয়ে দেওয়া কি ঠিক হবে?
এই সমস্যার জন্য ফোনেও কথা বলতে ইচ্ছা হয়না..
স্বামী ইদানিং চাচ্ছে শ্বাশুড়ি আম্মাকে আমাদের বাসায় পার্মানেন্টলি নিয়ে আসতে কারণ অন্য ছেলের বউ এর সাথে উনার সম্পর্ক ভালো নয়,
আমার খুব চিন্তা হচ্ছে কিভাবে গীবত মুক্ত পরিবেশ পাবো, উনি আসলে সারাদিন প্রচুর কাজ করা লাগে, যাতে করে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায় বা একদম লাস্টে পড়া লাগে, সকাল সন্ধ্যার আমল ছেড়ে দিতে হয় কাজের জন্য,
আমি ছোট তাই কিছু বলতেও পারিনা, মেনে নেওয়া ছাড়া,
এমন অবস্থায় আমার কি গুনাহ হবে যদি আমি দুয়া করি, শ্বাশুড়ি আম্মা উনার মেয়েদের কাছেই থাকুক( উনার মেয়েরা উনাকে নেওয়ার জন্য পাগল, উনি সারাদিন থাকেও, কিন্তু রাতে থাকবেনা, উনার কাছে ছোট লাগে নিজেকে তাই, উনার মেয়েরাও শ্বশুর বাড়ি ত্থেকে আলাদা বাসায় থাকে)
উস্তাদ আমি কি গুনাহগার হবো? এমন দুয়া করলে?