আসসালামু আলাইকুম হুজুর। নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দিলে উপকৃত হতাম।
১) আমি স্টক সাইটে ছবি বিক্রির কাজ করি। বর্তমানে যে ছবির চাহিদা বেশি থাকে সেই ছবি আপলোড দিলে ওই ছবি বিক্রির বেশি সম্ভাবনা থাকে। এখন স্টক ওয়েবসাইটে কোন ছবিগুলো বেশি বিক্রি হয় সেই ছবিগুলো থেকে আইডিয়া নিয়ে কি ছবি তৈরি করে বিক্রি করতে পারবো? (উল্লেখ্য স্টক ওয়েবসাইট থেকে স্বাভাবিকভাবেই বর্তমানে কোন ছবি গুলোর ডিমান্ড সবচেয়ে বেশি তা দেখা যায়। আর এগুলো মূলত কোন কোন সেলারের ছবি এই সপ্তাহে/মাসে বেশি বিক্রি হয়েছে তা দেখায়।)
১.১) এখানে টাইটেল আর কীওয়ার্ড দেয়া থাকে ছবির সাথে, যেগুলো পড়লে ছবিতে কি কি বস্তুু আছে তা আরও স্পষ্টভাবে বুঝা যায়। অনেক বস্তু হয়তো দেখে বুঝতে পারি যে এগুলো কি কিন্তু সেগুলোর আমি সঠিক নাম জানিনা। আর না পড়লে শুধু ছবি দেখে আইডিয়া করতে হবে। এখন টাইটেল ও কিওয়ার্ড দেখে আইডিয়া করা জায়েজ হবে? নাকি শুধু ছবি দেখেই আইডিয়া করব?
২) আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ছবি তৈরি করি। ছবি তৈরি করার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটি কমান্ড দিতে হয় যেটা প্রোমট নামে পরিচিত। আবার সঙ্গে একটা ছবি দেওয়া যেতে পারে যেটা দেখে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনুরূপভাবে ছবি তৈরি করার চেষ্টা করবে, এটা ইন্সপায়রেশন। তবে হুবহু এক হয়তো হবে না। এখন কোন সেলারের বিক্রিকৃত ছবি আমি ইন্সপায়রেশন হিসেবে ব্যবহার করতে পারব? আর ইন্সপারেশন হিসেবে ব্যবহার করার পর যদি ছবি হুবহু না হয় তাহলে কি সেই ছবিটা আমি বিক্রি করতে পারবো?
৩) আমি যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করি ছবি তৈরি করার জন্য, সেখানে কিছুদিন আগে আমি আমার নিজের জিমেইল দিয়ে লগআউট করি আর অন্য জিমেইল দিয়ে লগিন দিলে লগিন হয়ে যায়। এতে আমি আমার আইডিতে নতুন করে ফ্রি ডেইলি টুকেন পাই। নতুন জিমেইল দিয়ে লগিন দিলেও আগে যেই জিমেইল দিয়ে একাউন্ট করেছিলাম সেই জিমেইলের জেনারেটেড ছবিগুলো ওই আইডিতে তখনো রয়ে গিয়েছিল কিন্তু নতুন করে ডেইলি ফ্রী টোকেন যোগ হয়েছিল। এখন একইদিনে এভাবে ২-৩ দিন আমি ২ বার অন্য জিমেইল দিয়ে লগিন করে ছবি তৈরি করেছিলাম, যাতে আমি প্রতিদিনের ডেইলি ফ্রি টোকেন পাই। এখন আমি টুকেন ব্যবহার করে ছবি তৈরি করি। কিন্তুু আমি এভাবে দুই-তিন দিন পর তাদেরকে মেইল করে জানতে চাই তোমাদের কোম্পানি থেকে কি কোন নিষেধাজ্ঞা আছে একই সাথে একের অধিক আইডি ব্যবহারে। তারা তখন উত্তরে বলে একাধিক আইডি তৈরি করা ফ্রি টোকেনের জন্য তাদের নিয়মের ভঙ্গন(Hello, it is a violation of Terms of Service to create multiple free accounts to abuse the free Token system.
Please do not create multiple accounts, we have systems in place to detect this form of abuse and will take immediate action)। একই সাথে তারা আরো বলে একাধিক আইডি তৈরি করলে তারা সেটা ধরে ফেলবে এবং ব্যবস্থা নিবে। তবে আমি তো একইসাথে একাধিক আইডি তৈরি করিনি বরং একাধিক আইডি লগিন করেছি। আর তখন আমি কিছু ছবি তৈরি করে পরবর্তীতে যে সকল কাজ করতে হয় ছবি বিক্রির জন্য তাও করে ফেলেছিলাম। যেহেতু আমি মধ্যে অতিরিক্ত টুকেনের সুবিধা নিয়েছি তাই আমি গত ৩ দিন ছবি তৈরির সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়েবসাইট ব্যবহার করিনি। এখন ঐ ২-৩ দিন যখন একাধিক জিমেল আইডি একদিনে লগইন করেছিলাম এবং ফ্রি টুকেন অধিক পেয়ে অধিক তৈরি করা ছবি কি আমি এখন বিক্রি করতে পারব? যদিও এখানে ঠিক মনে নাই অন্য আইডি ব্যবহার করে কোন কোন ছবি তৈরি করেছিলাম ।
জাযাকাল্লাহু খাইরান।