আসসালামু আলাইকুম। আমি খুবই তুচ্ছ কিছু জানি ইসলামিক,আমার জীবনে যখন ছোট থেকেই বুঝতে শিখি,তখন থেকে শুধু সালাত আদায় করতাম,আমি ছোটবেলা থেকেই জীবনে আর কিছু না জানলে,,শুধু এইটুকুই জানতাম যে আমি সলাত আদায় না করলে আর আল্লাহ যা যা বলেছেন সেগুলো না করলে আল্লাহ রাগ করে জাহান্নামে দিয়ে দিবেন,,ছোট বেলা থেকেই আমি একটু অন্য ভাবে বড় হয়েছি,,বাবা মায়ের বিচ্ছেদ,,কখনো নানুবাড়িতে,কখনো বাবার কাছে, ,জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি,অনেক কিছুর শিকার হয়েছি,যখন থেকে আমি বুঝতে শিখি যে আমার কোরআন শিক্ষা দরকার নানুবাড়িতে কয়েকদিন মসজিদে গিয়েছিলামও,,কিন্তু কোনো না কোনো ভাবে মাঝপথে থেমে যায়,,,আমি যখন ছোট ছিলাম,,তখন নানির কাছে শুধু নামাজ টা শিখেছিলাম,আসলে আমাদের পরিবারের সবাই একটু আধুনিক,, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত,বাবা সালাত আদায় করেন যতটুকু পারেন ইসলাম মানেন,কিন্তু বাবার কাছ থেকে অনেক দূরে আমি,,
আসলে আমার ছোট থেকেই ইচ্ছে, পুরোপুরিভাবে ইসলামের পথে চলা,,আমার জীবনের একটাই চাওয়া, তা হলো জাহান্নাম থেকে বাঁচতে পারা।
আমি জেনে না জেনে অনেক পাপ করেছি।
আমি চাই পরিপূর্ণ ভাবে দ্বীনের পথে চলতে,,মাঝে মাঝে মনে হয়,অনেক দূরে একা কোথাও চলে যাই,যেখানে কেও থাকবেনা,,,পরিবারে থাকলে,গান,বাজনা,,টিভি,নাটক, সিনেমা,,এগুলো আমাকে পুরোপুরিভাবে দিনের পথে থাকতে দিচ্ছেনা।
অনলাইনটাও আমার পাপের জন্য সহজ হচ্ছে, আমি চাচ্ছিলাম এজন্য অনলাইন জগৎ থেকেও বেড়িয়ে যেতে,,,,আমি চাই যা কিছুই আমার জীবনে আমার ঈমান কে নষ্ট করছে,, সে সব কিছু থেকেই নিজেকে দূরে সরিয়ে নিতে। আমি মৃত্যুকে খুব ভয় পাই,,আমি কবরের আজাবকে খুব ভয় পাই,,,আমি এখনও পরিপূর্ণ ভাবে পর্দা করতে পারিনা। আমি ছোটো বেলা থেকেই শুধু সালাত আদায় করতাম,, নিজে নিজে কোরআনের বাংলা উচ্চারণ দেখে দেখে পড়ি,,ছোট ছোট দোয়া /আমল গুলো শেখার চেষ্টা করি,, যে কোন দোয়া পড়লে আযাব থেকে বাচবো,,কোন দোয়া পড়লে জাহান্নাম থেকে বাচতে পারবো,,,এইটুকুই, আর কিছু করিনা।
আমি জানি জাহান্নাম আমার জন্য অপেক্ষা করে আছে।
আমি কি করলে,,কিভাবে পরিপূর্ণ ভাবে দ্বীনের পথে চলতে পারবো?
আমি জীবনে অনিচ্ছাকৃতভাবে বাধ্য হয়ে অনেক পাপ করেছি,, আমি তখন থেকেই নিজের পাপের জন্য খুবই ভয়ে আছি,,অনুতপ্তের দহনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি,,প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইছি।
যখনই মনে পড়ে,, নিজেকে পাগলের মতো লাগে,,পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, যখন সেটা মনে পরে,,আমি খুবই আতঙ্কে আছি,,আল্লাহ আমাকে যদি ক্ষমা না করেন। আমি ছোট বেলা থেকেই নিজেকে পাপ থেকে অনেক বাচিয়ে রাখার চেষ্টা করতাম,,, তবুও আমি ভুলকরে আবেগে জরিয়ে যাই,,এবং বাধ্য হয়ে নিজের বিবেকের বিরুদ্ধে গিয়ে পাপ করি!
আল্লাহ কি আমাকে আর কোনোদিন ক্ষমা করবেনা?
আমি চেষ্টা করছিলাম পাপ থেকে বেরিয়ে আসার পর নিজের আবেগ গুলো শুধুমাত্র আল্লাহর জন্যই উৎস্বর্গ করতে।
আমি ছোটথেকেই সারাজীবন একা থাকতে চেয়েছি,,কখনো বিয়ের কথা ভাবিওনি। কিন্তু আমি শুনেছি দ্বীনদার কাওকে বিয়ে করলে দ্বীনের পথে থাকা সহজ হবে।
১)আমি কি করলে,,কিভাবে পরিপূর্ণ ভাবে দ্বীনের পথে চলতে পারবো?আমি কি করবো??
২)আমি কিভাবে বুঝবো কোন ব্যাক্তিটা আসলেই দ্বীনদার,, আল্লাহ ভিরু,,,যার সঙ্গে থাকলে পুরোপুরি ইসলামের পথে চলতে পারা যাবে,,.তার সাথে না কথা বলে কিভাবে বুঝবো যে তার সাথে আমার মনমানুসিকতার মিল আছে কি না। আমি তো দ্বীনদার না,,অনেক পাপি,তাহোলে তো দ্বীনদার কাওকে পাবোও না!