আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারোকা-তুহ,
১. আমার ফিমেল টিচার রাতে তাহাজ্জুদ স্বলাত আদায়ের সময় রুকু সিজদাহ‌ সব ই করেন। কিন্তু সূরা ফাতিহা পড়ার পর বড় সূরা শুনেন। মানে কানে ব্লুটুথ ডিভাইস দিয়ে বড় সূরাটা অর্থসহ শুনে বাকি স্বলাত যেভাবে পড়তে হয় এভাবে পড়েন। এভাবে কি স্বলাত আদায় হবে?
২.কোনো পুরুষ যদি সার্জারি করে মহিলা হয় (যদিও ১০০% সম্ভব নয়)তবে তার সামনে একজন প্রকৃত মহিলার পর্দার বিধান কি? (এই সাইটে একটা প্রশ্নের মধ্যে দেখেছিলাম হিজরাদের ক্ষেত্রে যে বিধান সেই বিধান মানা হবে । উত্তরটা বুঝিনি। )
৩.সেই ট্রান্স ওইমেন এর ক্ষেত্রে সম্পত্তি কীভাবে বন্টন করবে?