আসসালামু আলাইকুম হুজুর
আমি পূর্বে এই https://ifatwa.info/65338/ ফতোয়ায় বলেছিলাম আমার টিচারের আমাকে পথভ্রষ্ট করা নিয়ে। আমি এক বছর হয়েছে জানতে পেরেছি পবিত্রতা সম্পর্কে। আগে আমি মনে করতাম শুধু কাপড়, ফ্লোর আর শরীর পবিত্র করতে হয়, কিন্তু আই ফতোয়াতে আসার পর আমি জানতে পেরেছি শরীর,ফ্লোর, এবং কাপড় ছাড়াও অন্যান্য আশেপাশের জিনিসপত্রকেও পবিত্র রাখতে হয়। যেমনঃ আসবাবপত্র, বই, খাতা, টাকা, কলম, ছাতা সহ সকল ব্যবহার্য জিনিস। আমি আগে কখনো বা দাঁড়িয়ে কখনো বা বসে পেশাব করতাম এবং বসে পেশাব করলে পানিও নিতাম৷ এখন দাঁড়িয়ে পেশাব করলেও পেশাবের ছিটা তো কিছু কাপড়ে লাগতো আবার বসে পেশাব করলে পেশাব করার পর পরই পানি দিয়ে ধুয়ে ফেলতাম। কিন্তুু বসে পেশাব করার ক্ষেত্রে সত্যিকার অর্থে তখন আমি পবিত্রতা অর্জন করতে পারতাম নাকি তা আমি জানিনা। কারণ পেশাব শেষ হওয়ার পর ও কিছু বের হতে পারে। তাই এসব কারণে দাড়িয়ে বা বসে পেশাব করার ক্ষেত্রে হয়তোবা তখন আমার কাপড়ে নাপাক লেগে থাকতে পারে। আবার আমি ওযু করলেও আমার কাপড় কিছুটা ভিজতো। তখন ঐ স্থানে নাপাক যদি পূর্ব থেকে লেগে থাকে তাহলে তো কাপড় ভিজে যাওয়ার কারণে নাপাক আরো বেড়ে গেল এবং ছড়িয়ে গেল। আর গত ১ বছর থেকে আমি লক্ষ্য করছি আমার হাত পা এর আঙ্গুল ও ঘামে। ১ বছর আগে ঘামতো নাকি তা আমি জানিনা। এখন পেশাব বা অন্য নাপাক সেভাবে তো আমার আসবাবপত্র, বই, খাতা, টাকা, কলম, ছাতায় লাগে নাই। হয়তো আমার কাপড় নাপাক থাকতে পারে সাথে ভেজা আর সেই স্থানে আমি হাত দিছি এবং হাত দিয়ে বইয়ে, টাকায় বা আসবাবপত্র বা অন্য কোন ব্যবহার্য জিনিস এ হাত দিয়ে দিছি নাকি , এটা শুধু একটা সম্ভাবনা। এতো আগের কথা পুরোপুরো মনেও নাই যে কাপড় যখন ভেজা ছিল তখন কাপড়ের ওই স্থান নাপাক ছিল নাকি আর নাপাক থাকলেও আমি কোনো ব্যবহার্য জিনিস বা ঘরের মধ্যে থাকা কোনকিছুর কোন অংশে ছুঁয়েছিলাম বা আদৌ ছুঁয়েছিলাম নাকি। বলে রাখা ভালো আমাদের বুয়া আগে কাপড় ধুলে নিজের মত করে কয়েক বার করে সব কাপড় একসাথে ধুতো যেটায় আমার মনে হচ্ছে কাপড় ঠিকভাবে পাক হতো না।
১) উপরোক্ত ঘটনা বুঝার জন্য বললাম এখানে নাপাক লাগার অনেক বিষয় যদি,কিন্তুু বা সম্ভাবনা। কিন্তুু আই ফতোয়ায় দেখি সব কিছুই পবিত্র করতে হয়। আমি একবছর আগে পবিত্রতার ব্যাপারে জ্ঞান হওয়ার পর যে সকল স্থানে নাপাক লেগেছে পুরোপুরি সিওর বা তীব্র বিশ্বাস আছে, সেই সকল স্থানকে যথাসাধ্য পানি দিয়ে মুছে বা ধুয়ে পবিত্র করেছি। যেগুলো পবিত্র করি নাই মানে এ সকল স্থানে নাপাক নিয়ে সন্দেহ আছে। সেগুলোর ক্ষেত্রে আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম আল্লাহ আপনি সকল নাপাক বস্তুু কে পাক-পবিত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন এবং আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। কিন্তুু আইফতোয়ার পবিত্রতা বিষয়ক উত্তর দেখে কিছুদিন ধরে আমার মনের মধ্যে ভালো করে পানি দিয়ে ধুয়ে বা মুছে পবিত্র না করা বিষয় যেগুলো আছে সেগুলোকে নাপাক ধরব নাকি পবিত্র ধরব বুঝতে পারছি না। এখন আমার করণীয় কি। উল্লেখ্য এতো বস্তুু পবিত্র করা আমার জন্য অত্যন্ত কষ্টকর ও কঠিন। এগুলো অনেকটা অসম্ভবের পর্যায়ে কারণ আমার মা বাবা পবিত্রতার ব্যাপারে অনেকটাই অজ্ঞ। এখন আমি যেসব বিষয়ে সন্দেহ পোষণ করছি কারণ উপরে বলেছি, এখন সেসব বিষয় কি আমি পবিত্র করব? নাকি আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম আল্লাহ আপনি সকল নাপাক বস্তুু কে পাক-পবিত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন এবং আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এটা বলা দ্বারা কী ওগুলো আর পবিত্র করতে হবে না? যেহেতু আল্লাহ চাইলে তো সব হয়, তইলে ওগুলো পবিত্র হিসেবেই ধর্তব্য হবে।
২) আমি বালেগ হওয়ার পর সেই ৭ বছরের মতো কোনো স্থান কোন দিন নাপাক হলে বা কোনো ব্যবহৃত সামগ্রী নাপাক হলেও আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলাম আল্লাহ আপনি সকল নাপাক বস্তুু কে পাক-পবিত্র হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন এবং আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এভাবে বলার দ্বারা সকল কিছু কি পবিত্র হয়ে যায় না? এখন তাহলে কি সেসময় আদায়কৃত নামাযগুলো কি হয়ে যাবে?
জাযাকাল্লাহু খাইরান