আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (32 points)
আসসালামু 'আলাইকুম,
আমরা একটা মেট্রিমনি ওয়েবসাইট বানাতে চাচ্ছি যেখানে যেকোনো ধর্মের বাংলা ভাষাভাষী সকলে পাত্র পাত্রী খুজতে পারবে।  এখানে কোনো ধরনের বেপর্দা যেমন মেয়েদের ছবি দেখা বা শেয়ার করার সুযোগ থাকবে না।
১) ভাবতেছি, মনে করুন একজন হিন্দু আমাদের সাইট থেকে বিয়ে করলো, কিন্তু বিয়ে করার পরও তো এগুলা আসলে যিনার অন্তর্ভুক্ত, তাই না?? কারণ বিয়ের যে নীতিমালা এখানে তো মানা হচ্ছে না! এব্যপারে বলবেন প্লিজ যে আমাদের সাইট থেকে কেউ বিয়ে করলে তা কি যিনার অন্তর্ভুক্ত হবে কিনা এবং এজন্য কি গুনাহে জারিয়াহ ওয়েবসাইট মালিকদের হতে থাকবে কিনা?


২) পাত্র-পাত্রীর বায়োডাটা দেখছো ছোট একটা এমাউন্ট(টাকা) পেমেন্ট করতে হবে। এরকম সাইট থেকে অন্য ধর্মের মানুষ পেমেন্ট করলে তা থেকে প্রাপ্ত অর্থ/টাকা কি হালাল হবে? এরকম ওয়েবসাইট (সকল ধর্মের পাত্র-পাত্রীর জন্য)  বানানো জায়েজ হবে কিনা?
৩) ধরুন, পরিচিত মুসলিম কোনো ছেলে-মেয়ে হারাম রিলেশনশিপে জড়িত, তাদেরকে বিয়ের ব্যাপারে অনুপ্রেরিত করতে পারি, বিয়ে করতে তাদের সাহায্য করতে পারি, এটা ভালো! কিন্তু পরিচিত কোন হিন্দু যদি হারাম রিলেশনশিপে থাকলে তাদের বিয়ে করার পরামর্শ দেওয়াটা কতটুকু যৌক্তিক? তারা বিয়ে করলেও তো তা যিনা, তাই নয় কি? কাইন্ডলি জানাবেন

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিমরা তাদের ধর্ম মত বিয়ে করলে সেই বিয়ে শরয়ী আদালতে গ্রহণযোগ্য। যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
لما في الفتاوي الهندية ج١-ص:٣٣٧
(الْبَابُ الْعَاشِرُ فِي نِكَاحِ الْكُفَّارِ) كُلُّ نِكَاحٍ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ فَهُوَ جَائِزٌ بَيْنَ أَهْلِ الذِّمَّةِ وَمَا لَا يَجُوزُ بَيْنَ الْمُسْلِمِينَ فَهُوَ أَنْوَاعٌ (مِنْهَا النِّكَاحُ بِغَيْرِ شُهُودٍ) إذَا تَزَوَّجَ الذِّمِّيُّ ذِمِّيَّةً بِغَيْرِ شُهُودٍ وَهُمْ يَدِينُونَ ذَلِكَ فَهُوَ جَائِزٌ حَتَّى لَوْ أَسْلَمَا يُقَرَّانِ عَلَى ذَلِكَ عِنْدَ عُلَمَائِنَا الثَّلَاثَةِ وَكَذَلِكَ إذَا لَمْ يُسْلِمَا وَلَكِنْ طَلَبَا مِنْ الْقَاضِي حُكْمَ الْإِسْلَامِ أَوْ طَلَبَ أَحَدُهُمَا ذَلِكَ فَالْقَاضِي لَا يُفَرِّقُ بَيْنَهُمَا 
মর্মার্থ-
প্রত্যেক ঐ বিবাহ যা মুসলমানদের মধ্যে জায়েয সেই সব শর্তের আলোকে সম্পাদিত কাফিরদের বিবাহও জায়েয। এবং কাফিরদের ধর্মমতে যেই বিয়ে বৈধ হবে, সেই বিয়ে শরয়ী মানদন্ডেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোনো মুসলমান কর্তৃক ডেভোলাপকৃত কোনো সাইটের মাধ্যমে যদি অমুসলিমরা বিয়ে করে, তাই সেই বিয়ে শরয়ী আদালতে গ্রহণযোগ্য। তাই ডেভোলাপারের কোনো গোনাহ হবে।

(২)
পাত্র পাত্রীর সন্ধান দেওয়ার বিনিময়ে চার্জ গ্রহণ করা নাজায়েয হবে না।এমনকি অমুসলিম থেকে গ্রহণ করলেও কোনো গোনাহ হবে না।

(৩)
পরিচিত কোন হিন্দু যদি হারাম রিলেশনশিপে থাকে তাহলে তাদেরও বিয়ে করার পরামর্শ দেওয়া যেতে পারে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...