ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
অমুসলিমরা তাদের ধর্ম মত বিয়ে করলে সেই বিয়ে শরয়ী আদালতে গ্রহণযোগ্য। যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
لما في الفتاوي الهندية ج١-ص:٣٣٧
(الْبَابُ الْعَاشِرُ فِي نِكَاحِ الْكُفَّارِ) كُلُّ نِكَاحٍ جَائِزٌ بَيْنَ الْمُسْلِمِينَ فَهُوَ جَائِزٌ بَيْنَ أَهْلِ الذِّمَّةِ وَمَا لَا يَجُوزُ بَيْنَ الْمُسْلِمِينَ فَهُوَ أَنْوَاعٌ (مِنْهَا النِّكَاحُ بِغَيْرِ شُهُودٍ) إذَا تَزَوَّجَ الذِّمِّيُّ ذِمِّيَّةً بِغَيْرِ شُهُودٍ وَهُمْ يَدِينُونَ ذَلِكَ فَهُوَ جَائِزٌ حَتَّى لَوْ أَسْلَمَا يُقَرَّانِ عَلَى ذَلِكَ عِنْدَ عُلَمَائِنَا الثَّلَاثَةِ وَكَذَلِكَ إذَا لَمْ يُسْلِمَا وَلَكِنْ طَلَبَا مِنْ الْقَاضِي حُكْمَ الْإِسْلَامِ أَوْ طَلَبَ أَحَدُهُمَا ذَلِكَ فَالْقَاضِي لَا يُفَرِّقُ بَيْنَهُمَا
মর্মার্থ-
প্রত্যেক ঐ বিবাহ যা মুসলমানদের মধ্যে জায়েয সেই সব শর্তের আলোকে সম্পাদিত কাফিরদের বিবাহও জায়েয। এবং কাফিরদের ধর্মমতে যেই বিয়ে বৈধ হবে, সেই বিয়ে শরয়ী মানদন্ডেও গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) কোনো মুসলমান কর্তৃক ডেভোলাপকৃত কোনো সাইটের মাধ্যমে যদি অমুসলিমরা বিয়ে করে, তাই সেই বিয়ে শরয়ী আদালতে গ্রহণযোগ্য। তাই ডেভোলাপারের কোনো গোনাহ হবে।
(২)
পাত্র পাত্রীর সন্ধান দেওয়ার বিনিময়ে চার্জ গ্রহণ করা নাজায়েয হবে না।এমনকি অমুসলিম থেকে গ্রহণ করলেও কোনো গোনাহ হবে না।
(৩)
পরিচিত কোন হিন্দু যদি হারাম রিলেশনশিপে থাকে তাহলে তাদেরও বিয়ে করার পরামর্শ দেওয়া যেতে পারে।