আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
250 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

আমি একজন মেয়ে, পরপর ২রাত স্বপ্নে দেখলাম যে, (প্রথম রাত দেখে গুরত্বপূর্ণ ভাবে নেইনি, কিন্তু একরাত পর আবারো দেখি)

❝আমি অনিচ্ছাকৃতভাবে স্বপ্নে প্রস্রাব করে ফেলি (কম) । আর পায়জামা খানিকটা ভিজে যায় । আমি খুবই আফসোস করতেছিলাম ।  কিন্তু বাস্তবে দেখি পায়জামা শুকনো ।❞

আমি সাধারণত এমন স্বপ্ন তেমন একটা দেখিনা, ২বার দেখলাম আর অদ্ভুত ও লাগলো! এইজন্য জিজ্ঞেস করা উস্তাদ । আশা করি উত্তম কিছু হবে ইং শা আল্লহ ।
by (13 points)
❝....❞  এই অংশটা স্বপ্নের বর্ণনা উস্তাদ 

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বপ্নে প্রস্রাব করা দেখা মোটামোটি ভালো। আপনি অবিবাহিত হলে সত্বর বিয়ে হবে।আর বিবাহিত হলে সন্তান হবে।আর বৃদ্ধ হলে আপনার মাল দৌলতে বারাকাহ হবে।

في جامع تفسير الاحلام ص:١٠٢
(رُؤْيَة الْبَوْل)
وَمن رأى أَنه بَال فِي مَكَان يَقْتَضِي أَن يكون مَحَله فَإِنَّهُ فرج من هم وغم وَمن رأى أَنه بَال دَمًا فَإِنَّهُ يُولد لَهُ ولد نَاقص وَمن رأى أَنه بَال على الْمُصحف فَإِنَّهُ يَأْتِيهِ ولد يكون حَافِظًا طَالب علم وَمن رأى أَنه بَال وَالنَّاس يمسحون وُجُوههم من بَوْله فَإِنَّهُ يَأْتِيهِ ولد يتبرك بِهِ النَّاس من صَلَاحه وَمن رأى أَنه بَال فِي مَسْجِد فَإِنَّهُ يدّخر مَاله أَو يَأْتِيهِ ولد يكون إِمَامًا للنَّاس وَمن رأى أَنه     يَبُول     فِي مَوضِع مَجْهُول فَإِنَّهُ يتَزَوَّج امْرَأَة مَجْهُولَة وَمن رأى أَنه يَبُول     وَآخر أَيْضا يَبُول     فاختلط بولهما وَقع بَينهمَا مُوَاصلَة ومصاهرة وَمن رأى أَن إنْسَانا بَال عَلَيْهِ فَإِنَّهُ يُدْرِكهُ بإنفاق مَاله عَلَيْهِ وَمن رأى أَنه يَبُول     فِي قَارُورَة أَو طست فَإِنَّهُ ينْكح امْرَأَة


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (13 points)
উস্তাদ এই ব্যাখ্যা পাওয়ার আগে আমি গুগলে সার্চ করেছিলাম এবং ভিন্ন ব্যাখ্যা পাই [খারাপ ছিলো], এতে কোনো রূপ সমস্যা হবে? 
[যেহেতু স্বপ্ন কেউ প্রথমে ব্যাখ্যা করে দিলে সেটাই নিপতিত হয়]
by (597,330 points)
এখন প্রথম ব্যখ্যা আর শেষ ব্যখ্যা না খুজে বরং আল্লাহর কাছে দুআ করুন। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...