আসসালামু আলাইকুম,
আমি একটি হারাম শিক্ষা প্রতিষ্ঠানে আছি। সেখানে shirt pant পরতে হয়, বেপর্দায় থাকতে হয়, pity drill করতে হয় পুরুষ staff দের সামনে। সেখান থেকে বের হতে আমার প্রায় লাখ এর ওপরে টাকা লাগবে। আর পরিবার আপাদত টাকা manage করতে পারছে না। এখন তাই টাকা তোলার কথা ভাবতেছি দ্বিনী মানুষদের কাছ থেকে। (উল্লেখ্য সময় শেষের দিকে।কিছুদিন পর কলেজে ব্যাক করতে হবে।)এখন আমার প্রশ্ন,
আমি পর্দা করি, inshaAllah কলেজ থেকে বের হলেও করব, তবে ঐ কলেজে পড়াশুনার scope কম। আর আমার ভয় হচ্ছে আমি এ কলেজে পড়াশুনা না হওয়া নিয়ে বেশি কনসার্ন। এই ভেবে প্রায় চার মাস আমি এ পথের কথা ভাবিনি।কিন্তু এখন সময় অল্প আর কলেজ এ যাওয়া মানেই গুনাহে প্রবেশ করা।আমি কি পর্দার কথা বলে টাকা তোলা আমার জন্য জায়েজ?
আর যারা টাকা দিবে আমার প্রতি কি তাদের কি কোনো হক আছে? যেমন কোনোদিন পর্দার কোনো ত্রুটি হলে তাদের সাথে প্রতারণা করা হবে?
প্রশ্ন বড় হওয়ার জন্য দুঃখিত। situation বোঝাতে অনেক কিছু বলতে হলো।