আসসালামু আলাইকুম
১) আই ফতুয়াতে দেখেছি ফ্লোর টাইলসবিশিষ্ট হয় এবং টাইলসগুলো আয়নার মতো সমান হয় এবং পানি চোষার ক্ষমতা না রাখে, তাহলে তা আয়নার হুকুমে। এখানে টাইলসগুলো আয়নার সমান বলতে কি বুঝানো হয়েছে? আমাদের ঘরের টাইলসের প্রতিবিম্ব আয়নার মতন স্পষ্ট নয়, কিন্তুু ঝাপসা করে হলেও প্রতিবিম্ব তৈরি করে। তাহলে কি আমাদের ঘরের টাইলস আয়নার হুকুমে পড়বে?
২) তেলাপোকা মারলে যেকোনো রস বের হলেই কি তা নাপাক? কোরআন হাদীসের আলোকে বললে উপকৃত হতাম।
৩) আমার মা- বাবা আর ছোটভাই পবিত্রতার ব্যাপারে অজ্ঞ। এখন তারা পাক পবিত্রতার বিষয় খুব একটা গুরুত্ব দেয় না আর মানতেও চায় না। তাদের কারণে ঘরে যদি নাপাকি ছড়িয়ে পড়ে তাহলে কি আমি ও কি সব বিষয়কে নাপাক ধরে নেব নাকি পাক? কখনো কখনো হয়তো আমি জানতেও পারবোনা তারা নাপাকি ছড়ালে।
৪) তারা যেখানে সেখানে তেলাপোকা মেরে রাখে এখন সে সকল স্থান কি নাপাক হবে? তাদের যদি আমি মানা করি তারপরও তারা একাজ করে, তাহলে কি আমি সব কিছু পাক করতে থাকবো? এটা তো তখন আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে। উল্লেখ্য তেলাপোকা মারলে একটা সাদা জিনিস বের হয়। তেলাপোকা মূলত পাক ঘরে বেশি থাকে তাই তারা যখন তেলাপোকা মারে তখন এটা মূলত পাক ঘরেই মারে। পাকঘরে অনেকসময়ই কিছু পানি পরে থাকে, তাইলে পরে তেলাপোকা মারার পর ঐ তরল তো পাক ঘরে ছড়িয়ে পড়তে পারে এবং জুতার সাথে বা পায়ের সাথে অন্য রুমেও ছড়িয়ে যেতে পারে।
৫) আমি কি এ ক্ষেত্রে বিনা সন্দেহে ঘরে নামাজ পড়তে পারবো? যেহেতু তারা নাপাকি ছড়াচ্ছে এবং আমি তো এক্ষেত্রে তাদের বললেও তারা আমার কথা হয়তো শুনবে না।
জাযাকাল্লাহু খাইরান