আসসালমুআলাইকুম,
Amake comments a janiye din kono somossa hobe kina. Plz mufti saheb khub duschinta te achi
আমি কোনো ওয়াসওয়াসা নিয়ে প্রশ্ন করছিনা মুফতি সাহেব। আমার আমার ভয় কে দুর করে শান্তি করে চিন্তা মুক্ত হতে চাই। আমার কোনো কোনো ওয়াসওয়াসা না। আমি জানতে চাইছি। ছোটো ভাই কে একটু সাহায্য করুন। আশা করছি জবাব দিয়ে সাহায্য করবেন। বিষয় টা একটু পড়বেন।
আমার তালাক সম্পর্কে কোনো ধারণা ছিলনা,
বিয়ের আগে আমি এই এরকম বলেছি, তোকে বিয়ে করবো তোর মা বাপের সাতে আমার কোনো সম্পর্ক রাখবো না ,বা থাকবে না। তোদের বাড়ি যাবনা। তোদের বাড়ি হারাম। ইত্যাদি কথা বলেছি।
বিয়ের আগে, আমি নানা রকমের কথা বলেছি, এখন বুঝতে পারছি সেই গুলো শর্ত তালাক এর মত বাক্য। আসলে আমার শর্ত তালাক সম্পর্কে তখন কোনো ধারণাই ছিল না। এখন নানা রকমের কথা মনে হয় , মনে হয় এইরকম কথা বলেছি, যে গুলো শর্ত তালাক এর বাক্যের মত। কিন্তু বাক্যটা সম্পূর্ণ ভাবে , পরিষ্কার ভাবে নিশ্চিন্ত হতে পারিনা। মাঝে মাঝে নিশ্চিত ভাবে মনে হয় হয়ত বলেছি , আবার মনে হয় বলিনি। আমি নিশ্চিত হতে পারিনা। কিছু সময় মনে হয় এমন বাক্য বলেছি মনে পড়ে, কিন্তু ১০০% সিওর হয়ে পরিষ্কার ভাবে মনে পড়েনা , হয়ত বাক্য টা মনে পড়লো কিন্তু তালাকের কথা টা কি ধরনের বলেছি সেই বিষয় এ সন্দেহ হয়ে জাই , । কিছু কল্পনা ও হয়ে জাই হয়ত বলেছি এমন হয়। আমি হয়ত কোনো কথা বলেছি দিয়ে সিওর হতে পারছিনা। তাই আমি আমার স্ত্রী কে জিজ্ঞাসা করি আমি কি সেই রকম কোনো বাক্য বলেছি স্ত্রী বলেছে সেই রকম কিছু বলিনি। আর আমার স্ত্রী ও ভুলে জাই। সেই রকম মনে নেই সব কথা। আর আমিও মোটামুটি ভুলে জাই। হয়ত স্ত্রীর হালকা মনে পড়লো কিন্তু কনফ্রন হলো না। আমার ও সম্পূর্ণ ভাবে মনে পড়েনা কিন্তু মনে হয় বলেছি , এই রকম মনে হয়। হয়ত কোনো শর্তের বাক্য বলেছি স্ত্রীর মনে হালকা মনে আছে , কিন্তু আমি ভুলে গিয়েছি সন্দেহে আছি। সে ক্ষেত্রে স্ত্রী কে আমি আর জিজ্ঞাসা করলাম না, দিয়ে স্ত্রী সেই কাজ করলো তাহলে তালাক হবে না তো??
এমন কোনো বাক্য বলেছি , দিয়ে হয়ত বলেছি
এমন করলে ডিভোর্স দিবো বা এমন করলে ডিভোর্স এই দুটো বাক্যের মধ্যে কোনটা বলেছি কোন ঘটনা কে নিয়ে সেইটা নিয়ে সন্দেহ হচ্ছে। বুঝতে পারছি না কোনটা বলেছি। আবার মনে হচ্ছে হয়ত দুই ধরনের বাক্য বলেছি, কিন্তু সিওর ভাবে বলতে পারছিনা কোনটা বলেছি। এর জন্য কি তালাক হবে??
** আমার শুধু মনে হচ্ছে আমি এই রকম বাক্য বলেছি। ভালো করে মনে করার চেষ্টা করলে মনে হচ্ছে বলেছি। কিন্তু কনফ্রম হতে পারছিনা। " এই রকম করলে ডিভোর্স খাবা"
আমার এই সমস্ত ঘটনায় জন্য কি কোনো সর্ত তালাক হবে??
আর এই সব বলেছি এমন হলে , বা এমন করলে তালাক দিবো, ডিভোর্স দিবো, সোজা বাপের বাড়ি রেখে আসবো।, এমন করলে সোজা বাপের বাড়ি রেখে আসবো, ডিভোর্স পেপার এ সই করে পাঠিয়ে দিবো। ( এই সব বাক্যের জন্য কি কোনো তালাক হবে??
আমার এই সমস্ত ঘটনায় জন্য কি কোনো সর্ত তালাক হবে??যেহেতু আমার ১০০% নিশ্চিন্ত হতে পারিনা। বা কি ধরনের বাক্য বলেছি সেই নিয়ে সন্দেহ হয় ও মনে মনে কল্পনা হয়, দিয়ে মনে হয় হয়ত এই রকম বলেছি। শায়েখ এই সব ক্ষেত্রে কি শর্ত তালাক হবে? আমি কি নিশ্চিন্ত মনে সংসার করতে পারি?? মনে দ্বিধা দ্বন্দ থাকা সত্বেও।
শায়েখ plz আমাকে এইটুকু জানিয়ে দিন কোনো তালাক হবে কিনা। Plz