.ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
সোনা, রূপা,টাকা,এবং ব্যবসায়িক মালে যাকাত আসে, যদি তা নেসাব পরিমাণ হয়।
স্বর্ণের নেসাবঃ৭.৫ ভড়ি।
রূপার নেসাবঃ৫২.৫ ভড়ি।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে, কারো কাছে শুধুমাত্র স্বর্ণ বা শুধুমাত্র রূপা থাকলে সেটার নেসাব পূর্ণ হলেই যাকাত আসবে, অন্যথায় যাকাত আসবে না। তবে হ্যাঁ, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা অথবা টাকা এভাবে থাকে যে, কোনোটিরই নেসাব পূর্ণ হয়নি, তাহলে এক্ষেত্রে রূপার নেসাবকেই মানদন্ড ধরে নেয়া হবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার দাদা যত টাকা ব্যাংকে রেখেছিলেন, সেই টাকা ব্যতিত অতিরিক্ত যত টাকা আপনার একাউন্টে যোগ হয়েছে,তথা ব্যাংক ইন্টারেস্ট, সেই সব টাকা আপনার জন্য হারাম। সেই সব টাকাকে সদকাহ করতে হবে। এই হারাম টাকা মালিক আপনি হবেন না।
আপনার দাদার প্রদত্ব টাকা আপনার একাউন্টে থাকার পর, যেই দিন আপনি বালিগ হয়েছেন, সেই দিন থেকে নেসাব পরিমাণ টাকা আপনার একাউন্টে থাকা পর্যন্ত যতটি বৎসর অতিবাহিত হয়েছে, সেই সব বৎসরের যাকাত আপনাকে দিতে হবে।এবং প্রতি বৎসরের জন্য একটি বকরির মূল্য আপনাকে সদকাহ করতে হবে।