জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِاِمْرَأَةٍ وَلَا تُسَافِرَنَّ امْرَأَةٌ إِلَّا وَمَعَهَا مَحْرَمٌ. فَقَالَ رَجُلٌ: يَا رَسُوْلَ اللّٰهِ اكْتُتِبْتُ فِىْ غَزْوَةِ كَذَا وَكَذَا وَخَرَجَتِ امْرَأَتِىْ حَاجَّةً قَالَ: اِذْهَبْ فَاحْجُجْ مَعَ اِمْرَأَتِكَ. (مُتَّفَقٌ عَلَيْهِ)
[‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কোন পুরুষ যেন কক্ষনো কোন স্ত্রীলোকের সাথে এক জায়গায় নির্জনে একত্র না হয়, আর কোন স্ত্রীলোক যেন কক্ষনো আপন কোন মাহরাম ব্যতীত একাকিনী সফর না করে। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! অমুক অমুক যুদ্ধে আমার নাম লেখানো হয়েছে। আর আমার স্ত্রী একাকিনী হজের উদ্দেশে বের হয়েছে। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, যাও তুমি তোমার স্ত্রীর সাথে হজ্জ/হজ করো।
সহীহ : বুখারী ৩০০৬, মুসলিম ১৩৪১, আহমাদ ১৯৩৪, সহীহ ইবনু খুযায়মাহ্ ২৫২৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০১৩৪, সহীহ ইবনু হিব্বান ৩৭৫৭।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
আপনি যে বোনের বাসায় যেতে চাচ্ছেন,সেটি আপনাদের বাসা হতে ৭৮ কিলোমিটার দূরে হলে এভাবে নিজের মাহরাম পুরুষ ছাড়া সফরে যাওয়া জায়েজ হবেনা।
তবে আপনার বোনের বাসা আপনাদের বাসা হতে ৭৮ কিলোমিটার এর কম দূরত্বে হলে এক্ষেত্রে ফিতনার আশংকা না থাকলে দিনের বেলা যেতে পারবেন।
তবে কোনোক্রমেই আপনি তাদের সাথে সেখানে গিয়ে দর্শনীয় স্থান সমূহ ভ্রমণ করতে পারবেননা।
নিজের মাহরাম পুরুষ সাথে থাকলে সেক্ষেত্রে
শর্ত সাপেক্ষে সেসব স্থান ভ্রমন করতে পারবেন।
এ সংক্রান্ত জানুনঃ-