আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
144 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (10 points)
আসসালামু আলাইকুম
১.কেউ একজন একটা বিদেশি বিড়াল কিনতে চায়।কিন্তু শুনেছি বিড়ালের মূল্য গ্রহণ করা নাজায়েজ। তাই বিড়াল কিনা ও কি নাজায়েজ হবে?নাকি পোষার জন্য বিড়াল কিনা জায়েজ হবে?

২.বিড়াল ছাড়া অন্যান্য প্রাণী ক্রয় বিক্রয় করাও কি নাজায়েজ?
৩.গল্পের বই পড়া কি জায়েজ যদি অশ্লীল কিছু না থাকে?
৪.আমি অবিবাহিতা।কিন্তু আমি এখন পর্যন্ত ৮-১০বার স্বপ্নে দেখেছি যে আমার একটা ছোট বাবু আছে। প্রত্যেক বারই দেখি যে আমাকে আর আমার বাচ্চাকে কয়েকজন অস্ত্রধারী লোক খুঁজে। আর আমি পালাচ্ছি।এই স্বপ্নের তাবিরটা জানতে পারলে ভালো হতো।কারণ প্রত্যেকবার এই স্বপ্ন দেখার পর খুব অস্থীর লাগে।

জাজাকাল্লাহু খাইর

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ- 
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم


(০১)
https://ifatwa.info/22351/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  
এই বিষয় নিয়ে উলামায়ে কেরামদের মাঝে মতবিরোধ রয়েছে। 
হানাফি মাযহাব মতে বিড়াল বিক্রয় জায়েজ,তবে তার আমদানী খাওয়া মাকরুহে তানযিহি। 
     
হাদিসে বর্ণিত হয়েছে:

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ .

জাবির ইবনে ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত, “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম কুকুর ও বিড়ালের বিক্রয় মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।” [সুনানে আবু দাউদ, অধ্যায়: ইজারা (ভাড়া ও শ্রম বিক্রয়) অনুচ্ছেদ-৬৪, বিড়াল বিক্রয় মূল্য সম্পর্কে, হা/৩৪৭৯-সহিহ]
,
عن جابر رضی اللہ عنہ أن النبي صلی اللہ علیہ وسلم نہی عن أکل الہرّة وأکل ثمنہا (مشکاة: ۳۶۱)
 قال في المرقاة أکل لحم الہرّة حرام بلا خلاف وأما بیعہا وأکل ثمنہا فلیس بحرام بل ہو مکروہ (مرقاة)

সারমর্মঃ উক্ত হাদীসের ব্যাখ্যায় বলা হয়েছে যে বিড়ালের গোশত খাওয়া সর্বসম্মতিক্রমে হারাম।
তবে সেটা বিক্রয় করা,তার মূল্য খাওয়া হারাম নয়।
বরং মাকরুহ।

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এটা হানাফি মাযহাব এর মত। 
তবে এক্ষেত্রে কিছু ইসলামী স্কলারগন মতবিরোধ করেছেন।
সুতরাং তাদের মতানুসারী গন সেই মত অনুযায়ী আমল করতে পারবেন। 
কোনো সমস্যা নেই।             

আরো জানুনঃ-

বিড়াল পোষা শর্ত সাপেক্ষে বৈধ।
সুতরাং পোষার নিয়তে বিড়াল ক্রয় করা যাবে।

বিড়াল পোষার শর্তগুলি বিস্তারিত জানুনঃ- 

(০২)
প্রানীটি যদি ইসলামী শরিয়াহর দৃষ্টিতে মূল্যমান সম্পন্ন না হয়, তাহলে তার ক্রয়-বিক্রয় হারাম যেমন, শূকর, কুকুর,মৃত জন্তু ইত্যাদি ক্রয়-বিক্রয় করা বৈধ নয়। 

(০৩)
হ্যাঁ, জায়েজ।
তবে আকীদা বিরোধী কিছু থাকা যাবেনা।

বিস্তারিত জানুনঃ- 

(০৪)
দুশমন (নফস ও শয়তান) ঈমান,আমল,ইজ্জতের উপর আক্রমন করতে চাচ্ছে।

তাদের চক্রান্ত থেকে সতর্ক থাকা জরুরী। এবং কুরআন সুন্নাতের উপর মজবুতির সাথে আমল আবশ্যক, স্বপ্নের মধ্যে এদিকেই ইশারা আছে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...