আসসালামু আলাইকুম।
আমার প্রশ্নটি ছিল এরকম যে, টাস্ক পুরন করে এবং Crypto-currency এর ভিতর usdt টোকেন আছে, ত এটি কি হালাল হবে? আমি কমেন্ট করেছিলাম কইন্তু উত্তর পাই নি তাই পরিষকার হউয়ার জন্য আবার প্রশ্ন করলাম। আপনার কাছ থেকে উত্তর আসছে যে,
আমরা অতিতে বলেছিলাম যে টাস্ক পুরনে যদি কোনে হারাম না থাকে তাহলে হালাল হবে। এই Usdt গুলো crypto-currency হলেও নাজায়েয হবে না। crypto-currency এর লোনদের হারাম। কেননা কাজের বিনিময় যে কোনো মাধ্যমেই আসুক না তা জায়েয। তবে crypto-currency এর ব্যবসায়িক লেনদেন নাজায়েয ও হারাম। যেমন, প্রচলিত ব্যাংক ব্যবসা হারাম। তবে ব্যাংক মারফতে আপনার কোনো জিনিষ সেটা তো জায়েয।
আপনি এখানে বলেছেন usdt গুলো crypto-currency হলেও নাজায়েয হবে না, মানে জায়েয হবে। আবার বলেছেন যে crypto-currency এর লেনদেন এবং ব্যবসায়িক লেনদেন না জায়েয ও হারাম। আসলে আমি পুরই বিভ্রান্ত, usdt জায়েয আবার cryptocurrency লেনদেন হারাম। তাহলে usdt ত crypto-currency এর ভিতরেই তাহলে ত সম্পুর্ণ টাই হারাম।
আমি আমার সময় ও মেধাকে কাজে লাগিয়ে কাজ করছি। আসলে জিনিস টা খুবই জটিল তাই বুজতে অসুবিধা হচ্ছে। যদি অনুগ্রহ করে, এক কথাই বলতেন যে এটি কি আসলে হালাল নাকি হারাম তাহলে খুব উপকৃিত হতাম। এভাবে কোনো বিষয় বোজাতেও ও বুজতেও কষ্ট হয় তাই সরাসরি বা ফোন কলে বললে ভালো হয়। যদিও এটা আপনার পক্ষে সম্ভব নয়।
একই প্রশ্ন বার বার করার জন্য আমি আসলেই লজ্জিত ও দু:খিত। অনুগ্রহ করে বলবেন আমি যে কাজ করতেছি এটি কি আসলে হালাল হবে নাকি হারাম।