আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ্
উস্তাদজী,
আজ রাত এ দুটি স্বপ্ন দেখি যদি এ সম্পর্কে কিছু বলতেন,
১/ একটা কুকুর আমার পিছু নিয়েছে আমি তাকে তাড়িয়ে দিচ্ছি, আমি যেখানে যাই আমাকে নজর রাখছে আর আমি তাড়িয়ে দিচ্ছি পরবর্তীতে ও আমার কিছু করতে পারে না শুধু দূর থেকে খেয়াল করেছিলো এবং দুর্বল ভাবে চাচ্ছিল। আর আমি ওকে দূরে থেকেই তাড়িয়ে দিচ্ছিলাম, যা সর । এভাবে...
২/ আমি মিষ্টি জাতীয় পিঠা তৈরি করে রেখেছি বা রাখা আছে এমন আমার রুমে, আর সেই সব পিঠায় অনেক লাল পিঁপড়া ঢুকেছে, আমি ওটা দেখে যেটাতে রাখা ছিল বড় ডিস বা বক্স হবে হয়তো ওটা নাড়া দিচ্ছি, পিঁপড়া গুলো নাড়া দেওয়ায় ছড়িয়ে যাচ্ছিল এবং বলতেছি আহা এখন আমার কষ্ট করে আবার একটা একটা করে ছাড়িয়ে রাখতে হবে। পরে ঘুম ভেঙ্গে যায়।
এ থেকে কোন শিক্ষা বা করণীয় আছে কি?