ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)ছেলে মেয়ের প্রস্রাবে কোনো পার্থক্য নাই। সমানভাবেই অপবিত্র।
(২)যেভাবে মেয়ের প্রস্রাব কাপড়ে লাগলে ধৌত করতে হয়, ঠিকতেমনি ছেলের প্রস্রাবও কাপড়ে লাগলে ধৌত করতে হবে।
(৩)ফরয নামাযের সিজদায় আরবিতে দুনিয়াবি দুয়া করা জায়েয হবে না। শুধু আখিরাতের দুয়া যা কুরআনে আছে, তা করা যাবে।
(৪)
নফল নামাযের সিজদায়ও আরবিতে দুনিয়াবি দুয়া করা যাবে না। শুধু আখিরাতের দুয়া যা কুরআনে আছে, তা করা যাবে।তবে কেউ কেউ মনে করেন, নফল নামাযের ক্ষেত্রে বিধান কিছুটা শীতিলযোগ্য।
(৫)সহবাসের পর স্ত্রী যদি গোসল না করে অযু করে ঘুমিয়ে পরে, ফজরের আগে উঠে গুসল করে,তাহলে কোনো গুনাহ হবে না।
(৬)স্বামীর ক্ষেত্রেও একই বিধান।
(৭)নামায পড়ার আগে কোন সুরা বা সুরার অংশ পড়বো,তা আগেই নির্ধারণ করা জরুরী নয়। নামাযের মধ্যে ইচ্ছামতো সূরা পড়া যাবে,যদি আগেই নির্ধারণ না করা হয়। এতে কোনো গোনাহ হবে না।