আসসালামু আলাইকুম,
আমি একজন ওয়েব ডেভেলপার। আমি একটি Software Company তে চাকুরি করছি, চাকুরির সুবাদে আমায় বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ডেভেলপ করতে হয়,
সেখানে ক্লাইন্টের ব্যবসাহের(হালাল) প্রয়োজনে তাদের চাহিদার উপর বিভিন্ন সময় ছবি যুক্ত করে দিতে হয়।
সেই ছবি গুলা ক্লাইন্ট রা আমাদের দেন(নোট আমরা ছবি গুলা আকি না,তৈরি করি না, বা বানাই না, বা নিজেরা তুলে যুক্ত করছি না) আমরা শুধু ওয়েব সাইটে প্রয়োজনীয় জায়গায় যুক্ত করি তাদের ওয়েবসাইটে তাদের পরিচিত তুলে ধরার জন্য যুক্ত করে দেই সেক্ষেত্রে একটি বা দুটি বা তিনটি,।
অথাত, এমন একটি হালাল ব্যবসা প্রতিষ্ঠান যেখানে তারা বিভিন্ন সেবা প্রদান করেন,সেই প্রতিষ্ঠানে কে কন পদে চাকুরি করছেন সেগুলো সকলের সামনে উপস্থাপন করার জন্য আমাদের কে তাদের ছবি দেয়া হলো(সেই প্রতিষ্ঠানে হয়তো একজন নারী ইঞ্জিনিয়ার পদে চাকুরি করছেন তার ছবি দিল অশ্লিল ছবি না, প্রফেশনাল ছবি,শুধু হিজাব নেই) আমরা তা যুক্ত করে দিলাম।
যেহেতু বর্তমানে সব কিছুই অনলাইন ভিত্তিক হয়ে গেছে,
আমার ধারণা মতে মুলত ছবি গুলা তারা ব্যবহার করেন তাদের ওয়েবসাইটে তাদের পরিচিত ফুটিয়ে তোলার জন্য।এতে করে প্রতিষ্ঠানের প্রতি কাস্টমার দের বিশ্বাস এবং তাদের পরিচিতি বারে।
উক্ত ছবি গুলা কখনো রানীর আবার কখনো পূরুষের,এক্ষেত্রে নারীর যেই ছবি গুলা আমরা যুক্ত করছি সেগুলো অশ্লীল না,মানে একেবারে যে ছোট জামা,বাহির থেকেই সব কিছু বুঝা যায় অই সব ধরনের জামা পরা না,
তাদের দেখে সাধারণত কোন মানুষের উত্তেজনা আসার কথা না,
কারন ওয়েবসাইট টা যেহেতু তাদের দেশের জন্য আর তাদের জন্য এটাই স্বাভাবিক পরিচ্ছদ)
শুধু দেখা যায় পেন্ট এবং শাট পরা থাকে কিন্তু হিজাব নাই, হিজাবের ব্যাপারে তারা সচেতন না থাকার ই কথা কারণ তারা অন্য ধর্মালম্বি,
গুনাহের ব্যাপারে তারা গাফেল।
প্রশ্ন০১: অন্য ধমের মানুষের সাথে ব্যবসা বা কাজের নিয়ম কানুন গুলা কি কি ইসলামীক সরিয়া মতে তাও একটু জানাবেন?
বেশির ভাগ সময় তারা USA,UK,Australia এই দেশের মানুষ হয়ে থাকে।
প্রশ্ন০২: উপরক্ত কাজ করা টাকা কি হালাল হবে?
প্রশ্ন০৩: ছবি যুক্ত করার কারনে আমার সম্পূর্ণ টাকা কি হারাম হতে যাবে নাকি কিছু অংশ হবে।
প্রশ্ন০৪: যদি আয় করা টাকা হালাল হয় তাহলে কি আমি ছবি যুক্ত করার জন্য গুনাহগার হব?
একটু বাস্তবিক প্যাক্ষাপট এর সাথে মিলিয়ে উদাহরণ সহ কারে উত্তর চাচ্ছি শায়েখ,
আমি একজন আলেম এর সাথে এই বিষয় টি নিয়ে কথা বলেছিলাম ওনি বলেছেন যেহেতু আপনি ছবি তুলছেন না , বা আংকন করছেন না,এতে করে আপনার গুনাহ হবে না,
আর আপনি যেহেতু তাদের দেয়া ছবি ব্যবসাহের খাতিরে যুক্ত করছেন এর দ্বারা কোন ফেতনা ছরানর কোন আশংকা নেই সেক্ষেত্রে আপনার টাকা হালাল হবে।
জাযাকাল্লাহ খাইরান।