ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
চিংড়ি মাছের তরকারি তাড়াহুড়ো করে রান্না করার পর যদি দেখা যায় যে, তরকারির মধ্যে ছোট ছোট দুইটা শামুক রয়েছে।
যদি দেখা যায় যে, শামুকের রস সমস্ত খাবারের সাথে মিশে গিয়েছে, তাহলে উক্ত খাবার খাওয়া জায়েয হবে না।যেমন, ঝোল দিয়ে তরকারি রান্না করা।
তবে যদি মনে করা হয় যে, শামুকের রস সমস্ত খাবারের সাথে গিয়ে মিশেনি, তাহলে শামুককে ফেলে দিয়ে উক্ত খাবার ভক্ষণ করা জায়েয হবে।যেমন, চিংড়িকে শুকনো ফ্রাই করা।
خبز وجد فى خلاله خرء فأرة، فإن كان الخرء صلبا رمى به، واكل الخبز (الدر المختار مع رد المحتار، كتاب الخنثى، مسائل شتى-10/453)