আসসালমুআলাইকুম ,
আমি বাড়িতে আমার স্ত্রী কে সবসময় সতর্ক থাকতে বলি, যেনো আব্বার সঙ্গে কোনো রকম স্পর্শ না হয়। আমার আব্বা একটু অন্য রকম । কোনো ভালো কথা বললে শুনে না। কোনো কথাই গুরুত্ব দেয় না।
আমার আব্বা, মা, আমার স্ত্রী একটা জায়গাতে যাচ্ছিল। বাসের সিট এ আব্বার পাশে আমার স্ত্রী বসতে চাইনি। আমার মা কে সিট পরিবর্তন করতে বলে, দিয়ে আব্বার পাশে মা কে বসতে বলে, কিন্তু করেনি পাশাপাশি তিনটে সিট , আব্বা , আমার স্ত্রী ও পরে আমার মা এই ভাবে বসেছিল। আমার স্ত্রী অনেক বার চেষ্টা করেছে, মা কে আব্বার পাশে দেওয়ার কিন্তু পারেনি । বাধ্য হয়ে আব্বার পাশে বসেছিল। আমার স্ত্রী চুড়িদার পড়ে ছিল। বিষয় হলো আমার স্ত্রী তো খুব সাবধানে বসে ছিল, তাতে কোনো সমস্যা নেই। যেহেতু আব্বার পাশে বসেছিল, শরীর এ স্পর্শ হবেই। আমার স্ত্রী যতটা সম্ভব চেষ্টা করেছে স্পর্শ না হওয়ার , তবুও বাসের ছোটো জায়গা ঝিকুনি তে স্পর্শ হয়েছে। স্পর্শের কারণে আব্বা কি শারীরিক উত্তেজনা বোধ করেছে কি না সেইটা বুঝতে পারছিনা, আব্বার মনে কোনো অন্য চিন্তা ভাবনা হয়েছে কিনা বুঝতে পারছিনা
এক্ষেত্রে আব্বা কে জিজ্ঞাসা ও করতে পারছিনা লজ্জায়, জিজ্ঞাসা করলে বিশাল খারাপ অবস্থা হয়ে যাবে।
এক্ষেত্রে কি হুরমত হবে?? আব্বা কে জিজ্ঞাসা করার কি খুব প্রয়োজন আছে??
হুজুর , একটু এডিট করলাম,
এই বিষয় নিয়ে আব্বার সঙ্গে কথা হয়েছে, আব্বা বলেছে আব্বার কোনো খারাপ ভাবনা ছিল না। আব্বার কোনো উত্তেজনা হয়নি।
হুজুর এক্ষেত্রে হুর মত হবে না তো?? ( Plz দয়া করে জানাবেন)