আসসালামু আলাইকুম
আমি কিছুদিন ধরে একটি অনলাইন বুকশপ চালাই, যদিও এখন কিছুটা অনিয়মিতভাবে। অর্থাৎ, বইয়ের অর্ডার পেলে প্রকাশনী থেকে নিজের এই ব্যবসায়ের পরিচয় দিয়ে পাইকারী ছাড়ে বই আনতাম, তারপর খুচরা দামেই বেচতাম। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কখনো কখনো নিজের জন্যও একই বা ভিন্ন বই কিনি, তখনও এই পরিচয় দিই পাইকারি ছাড় পাওয়ার জন্য, আমার এই কাজটি কি ভুল হচ্ছে?
বি.দ্র. এখানে উল্লেখ করার মত বিষয় হচ্ছে, প্রকাশনীগুলোর পাইকারীতে বেচলেও লাভ থাকে, আর খুচরা বেচলেও লাভ থাকে, এমন না যে লাভ ছাড়া বেচেন।