আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,,
ইউটিউব এ এক আলেম বলেছিল সূর্যদোয় এর সময় শুধু নফল সালাত পড়া যাবে না,,,কিন্তু ফরজ সালাত পড়া যাবে। আমি সঠিক জানিনা তিনি কোন মাযহাব অনুসরণ করেন।
সেই অনুযায়ী গত ২.৫ বছর থেকে ফজর এর সালাতে উঠে সূর্যদোয় এর সময় অনেক গুলো সালাত পড়েছি। একই ভাবে আসর এর সালাত ও সূর্যাস্তের সময় পড়েছি।
কিন্তু এখন আমি হানাফি মাযহাব সম্পর্কে জানার পরে দেখলাম সূর্যদোয় সূর্যাস্তের সময় কোন সালাত পড়া যাবে না।
এখন কি আমাকে পূর্বের সব নামাজ এর কাজা আদায় করতে হবে?