আমার প্রশ্ন মাহরাম নিয়ে (মা ছেলে)
আমার স্বামীর মায়ের পাথর এর অপ্রেশন করা হয় যেখানে পেট প্রতিদিন ডেসিন করতে হয়। গতকাল ডক্টর আসে ডেসিন করে যায় যা তার মা জানায় ডক্টর অনেক দ্রুত করেছে আর ব্যথা দিয়েসে। যার জন্য তার ছেলে দেখার জন্য ছিলো এন্ড ডক্টর কে ধীরে করতে বলার জন্য, বাসায় তার দুলাভাই,বড় বোন ছিলো, বোন পেট কাটা দেখতে পারে না।
তো আমার প্রশ্ন এটা কী আমার স্বামীর না জায়েয কাজ হয়েছে তার বোন থাকা সত্ত্বেও মায়ের খোলা সতর দেখা?
শাশুড়ির পেট থেকে নাভীর একটু নীচ পর্যন্ত খুলা ছিল, স্বামী বললো সে শুধু পেট কাটা কি অবস্থায় আছে তা বুঝার এন্ড আস্তে কাজ করার জন্য ছিলো।