আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
১.
ক,রাতে ঘুমানোর আগে সূরা কাফিরুন পড়লে শিরক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ এরকম কোন হাদিস রয়েছে কিনা।
খ, কোন হাদিস নেই এমন কোন সূরা যদি একটি নির্দিষ্ট সময় যেমন ঘুমানোর আগে প্রতিদিন পড়লে কি বিদআত হবে?
গ, কোন দোয়া ( যেমন আয়াতুল কুরসি) বা সূরা পড়ে আমার মা আমার মাথায় ফু দেয় রুকিয়ার মত, এটা কি জায়েজ নাকি বিদআত?
২.কবরের আযাব থেকে বেঁচে থাকতে ( ইনশাআল্লাহ) প্রতিদিন রাতে সূরা মুলক কি ঘুমানোর আগেই পড়তে হবে নাকি এটা পড়ার পর অন্য কোন কাজ করা যাবে? যেমন বাথরুমে যাওয়া,খাওয়া বা কারো সাথে কথোপকথন।
৩.ফরজ ও সুন্নাত সালাত কি পরপর পড়া যাবে। মানে ফরজ সালাত শেষ করেই সুন্নাত পড়া বা সুন্নাত শেষ করেই ফরজ পড়া।
৪.ঠান্ডা লাগলে মুখে যেই ভারি কফ জমে সেটা আসলে কি ওযু ভেঙে যাবে? কোন কারনে এই কফ গিলে ফেলা কি হারাম?
৫.পায়ে মাঝেমাঝে কিছু এলার্জির মত ঘা হয় যেখানে মোটা করে ভেসলিনের প্রলেপ দিলে সেরে যায় আল্লাহর রহমতে। কিন্ত ওযু করার সময় বারবার ওই প্রলেপ উঠালে ঘা শুকাতে দেরি হয়। আবার প্রলেপ না তুললে চামড়ার ওই অংশ ভেজে না।এই অবস্থায় প্রলেপ না তুলে ওযু করলে কি ওযু হয়ে যাবে?
৬.সরকারি চাকরিতে অনেক ক্ষেত্রে বিভিন্ন দিবসে শহীদ মিনারে ফুল দেওয়া হয়। চাকরির সুবাদে সেসব জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে। এই অবস্থায় কি এটা শিরক হবে? এই একটা কারনে কি ইনকাম হারাম হয়ে যাবে?
৭.ইউটিউবে কিছু ভিডিও আছে ( ASMR ভিডিও) যেখানে বিভিন্ন কাজের যেরকম শব্দ সেগুলো দেওয়া হয় (সরাসরি কোন মিউজিক না)। যেমন গাছ থেকে পাতা পড়লে বা কাগজে কিছু লিখলে যেরকম শব্দ। এগুলো সরাসরি কাগজে লেখার সময়ে ধারণ করা হয়েছে এমন না। অনেক সময় অন্য কোন ইন্সট্রুমেন্ট দিয়েও এই শব্দগুলো তৈরি করা যায়। এরকম শব্দ ইন্টারনেট থেকে নামিয়ে আমি যদি এই ধরনের ভিডিও বানাই তবে সেটা কি জায়েজ হবে? আমি এই ধরনের একটি লিংক দিলাম
https://youtu.be/sKVJbYtBwlk?si=BN2e_6lWqTPNBXDs