আসসালমুআলাইকুম ,
হুজুর আমার বিয়ের পূর্বে ,আমি আর আমার স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তখন ফোনে নানা রকমের কথা হতো। আমি ফোনে বিভিন্ন রকমের কথা বলেছি। শর্ত তালাকের বিষয় তখন জানতাম না। না জেনে বুঝে রাগে হয়ত অনেক কথা বলেছি, যে গুলো হয়ত শর্তের মধ্যে পড়বে। আমি কি বাক্য বলেছি বা বলতে পারি সেই গুলো কিছু কিছু মনে পড়ছে, কিন্তু বাক্য টা কি ধরনের বলা হয়েছিল সেই টা সন্দেহের মধ্যে হচ্ছে। একবার মনে হচ্ছে হয়ত ভবিষ্যত্ সূচক বাক্যে বলেছি, একবার মনে হচ্ছে এমনি বলেছি, সিওর হতে পারছিনা। (বিষয় গুলি আসলে ভুলে যেতে বসেছি)
হটাৎ আমার মোবাইল ফোনের রেকর্ড এর কথা মনে পড়ে , ১-২ বছর আগের কিছু রেকর্ড ছিল, আমি খুব ভয় পেয়ে সেই রেকর্ড গুলো শুনলাম সেই রকম কিছু পায়নি।
দিয়ে হটাৎ আবার আমার স্ত্রীর ফোনের রেকর্ড এর কথা মনে পড়ে, দিয়ে আমি মোবাইল দেখলাম সেই খানে পুরনো কিছু রেকর্ড আছে। কিন্তু আমি ভয় এ সেই রেকর্ড শুনিনি। আসলে আমি নিজেও চাইনা সেই সব কথা শুনতে, আমি আমার স্ত্রী কে ভীষণ ভালোবাসি। পুরনো যা কথা হয়েছে কি বাক্য বলেছি আমার মনে পড়ছে না ৩ বছর এর ও বেশী হয়ে গেলো সেই সব কিছু সন্দেহের মধ্যেই থাকুক। যাতে শর্ত তালাক না হয়।
১. আমি চাইছি, স্ত্রীর অনুমতি নিয়ে সেই সব রেকর্ড গুলো মোবাইল থেকে ডিলিট করে দিতে চাইছি। সেইসব রেকর্ড শুনতে চাইনা। আর মোবাইল এ রাখতে চাইনা। ওই সব ঘটনা যেহেতু ভুলে গিয়ে সন্দেহ হচ্ছে, নতুন করে আমি কিছু শুনতে চাইনা। শায়েখ আমি কি সেই রেকর্ড গুলো মোবাইল থেকে ডিলেট করে দিতে পারি??
২. এই সব এর জন্য কোনো সমস্যা হবে না তো?? যেহেতু বাক্য টা কি রকম বলেছি তাতে আমার সন্দেহ আছে, ফোনের রেকর্ড ডিলিট করে দিলে বিষয় টা আমার সন্দেহের মধ্যেই থাকবে, সুতরাং স্ত্রী সেই কাজ করলেও শর্ত তালাক হবে না তাই তো হুজুর ??