ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) প্রশ্নের বিবরণ অনুযায়ী এই সেপারেট শব্দ মাথায় ঘুরপাক খাওয়ার জন্য কেনায়া তালাক হবে না।
(২)একটা আণ্টি আমাকে জিজ্ঞেস করছিল যে আমার হাসব্যান্ড আমাকে বাবার বাড়ি থেকে আনতে যাবে না? কয়েক সেকন্ড চুপ ছিলাম দিয়ে উত্তর দিয়েছি "না". পরে মনে হলো এইভাবে বললাম।বলাটা কি ঠিক হলো?
আপনার এই কথাও কেনায় বাক্যর অন্তর্ভুক্ত হবে না।
(৩) https://ifatwa.info/79805/
এক্ষেত্রে ১৮ নং ধারায় এই "হ্যাঁ" লেখার পর যদি পাত্র তাতে স্বাক্ষর করে থাকে,এবং পাত্রের এই স্বাক্ষর যদি ইজাব কবুলের পরে হয়ে থাকে,সেক্ষেত্রে স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে।
এখন ওয়াইফ এই অধিকার না চাইলে, এমনকি হাসব্যান্ড ও এই অধিকার দিতে রাজি না হলে। এই ক্ষেত্রে ওয়াইফের জন্য করণীয় হল, ওয়াইফ যেন এই অধিকারকে কখনো ব্যবহার না কলে। সাধারণত যেই অনুমতি দেয়া হয়,সেখানে কোনো সময়সীমার উল্লেখ থাকে না।এজন্য স্বামীর ফিরিয়ে নিয়ে আসতে পারবে।
(৪) অনেকে বলে যে ফোনে বিয়ে হয় না।এক মজলিসে বর কনে/ওয়ালি কে উপস্থিত থাকতে হয় । বর এক রুমে আর কনে অন্য রুমে(একই বাসার) বসে থাকে এমন সময় ওয়ালি,সাক্ষী ও কাজী সহ যদি একবার কনের সম্মতি নিয়ে আসে দিয়ে বরের কাছে যেয়ে সম্মতি নেই তাহলে তো বিয়ে হয়ে যায় ??
(৫) স্বামী স্ত্রী কোনো কারণে যদি দুই জন দুই জায়গায় থাকে তাহলে সেইটা বিয়ে ভাঙার কারণ হবে না। এইটা শর্ত তালাকের মধ্যে পরবে না।
(৬) যার ইচ্ছা আমার সঙ্গে মিশবে আর যার ইচ্ছা মিশবে না। এইটাও কেনায় বাক্য ধরা হবে না।
(৭) না, এখানে কেনায়া বাক্য ধরা হবে না। তালাক হবে না।