আমার কাবিনে স্ত্রীর ভরণপোষণ দিতে ব্যর্থ হলে তালাক দেওয়ার অধিকার দেওয়া ছিল।আমি ৪জন স্বাক্ষী রেখে৩বছর আগে, ৩বার মৌখিক তালাক দিয়েছিলাম, যে আমি আমার স্বামীকে তালাক দিলাম এক বৈঠকে।সেখানে শুধু আমার পরিবার ছিল,তার পরিবার কেউ ছিল না,এমনকি সে জানতও না আমি তাকে তালাক দিয়েছি,তালাকের বিষয় সে পরে লোকমুখে শুনেছে এবং তালাকের কাগজ পেয়েছে।আমার স্বামী সেখানে স্বাক্ষর করে ডাকযোগে পাঠিয়ে দেই। কিন্তু সে বলে,সে আমায় তালাক দেইনি,কারণ মেয়েরা তালাক দিতে পারেনা,নিজের উপর নিতে পারে,কিন্তু এমন বলেছি আমার স্বামীকে তালাক দিলাম।৩বছর আগে তালাক দিয়েছিলাম, এরমধ্যে তার সাথে আমার কোনরকম যোগাযোগ হয়নি,গত ৭-৮ মাস তার সাথে আমার কথা হয়,তাহলে সে কি আমার মাহরাম??নাকি হারাম হয়ে গেছে।?খুব মানসিক যন্ত্রণায় থাকি এই বিষয়টা নিয়ে।অনেক জায়গায় সমাধান খুঁজেছি,দয়া করে সঠিকটা বলে সাহায্য করুন।